রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের হকার্স মার্কেটের ৪৪৭টি অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রবিবার (৮ মে) সকাল থেকে এ উচ্ছেদ অভিযান চালায় ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত। ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এ প্রসঙ্গে সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান বলেন, সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ পর্যন্ত আমরা ৪৪৭টি অবৈধ দোকান উচ্ছেদ করেছি।
ডিএসসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ একটি চলমান প্রক্রিয়া জানিয়ে সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান বলেন, আগামীতেও এমন এমন অবৈধ স্থাপনা উচ্ছেদ চলবে।
সংবাদচিত্র/রাজধানী