প্রকাশের সময়: রবিবার, ৮ মে, ২০২২ । ৩:৫৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ মে ২০২৫

বঙ্গবন্ধু এভিনিউয়ে হকার্স মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ

সংবাদচিত্র রিপোর্ট

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের হকার্স মার্কেটের ৪৪৭টি অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রবিবার (৮ মে) সকাল থেকে এ উচ্ছেদ অভিযান চালায় ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত। ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এ প্রসঙ্গে সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান বলেন, সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ পর্যন্ত আমরা ৪৪৭টি অবৈধ দোকান উচ্ছেদ করেছি।

ডিএসসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ একটি চলমান প্রক্রিয়া জানিয়ে সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান বলেন, আগামীতেও এমন এমন অবৈধ স্থাপনা উচ্ছেদ চলবে।

সংবাদচিত্র/রাজধানী

প্রিন্ট করুন