শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ , ১৮ আশ্বিন ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক আবহাওয়া
  3. ২০২৩ হতে পারে ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর

২০২৩ হতে পারে ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর

২০২৩ সাল সম্ভবত মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর হিসেবে রেকর্ডভুক্ত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বিশাল অংশজুড়ে টানা তাপপ্রবাহ, এলনিনো আবহাওয়া প্যাটার্নের প্রভাবে প্রশান্ত মহাসাগরে উষ্ণ হতে থাকা পানি এবং আটলান্টিক মহাসাগরের তাপমাত্রা রেকর্ড পরিমাণ বৃদ্ধি তেমন ইঙ্গিতই দিচ্ছে।

সোমবার (১৭ জুলাই) এক বিবৃতিতে এই আশঙ্কা জানিয়েছে যুক্তরাষ্ট্রের জলবায়ু গবেষণা বিষয়ক অলাভজনক সংস্থা বার্কলে আর্থ। সংস্থাটির জলবায়ুবিজ্ঞানী জেক হাউসফাদার বিবৃতিতে বলেন, ‘আমরা ২০১৯ সালের অক্টোবর থেকে প্রতিমাসের বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড রাখছি।

সম্প্রতি এই পরিসংখ্যানে বিশ্লেষণ করে আমরা জানতে পেরেছি, চলতি ২০২৩ সাল সম্ভবত মানবসভ্যতার উষ্ণতম বছর হতে চলছে। আমাদের পরিসংখ্যান বলছে— এমন (ইতিহাসের উষ্ণতম বছর) হওয়ার আশঙ্কা রয়েছে শতকরা ৮০ শতাংশেরও বেশি।’

বিশ্বজুড়ে শিল্পকারখানাভিত্তিক উৎপাদন শুরু হয় ১৮৫০ সালের কিছু আগে থেকে। জাতিসংঘের জলবায়ু প্রতিবেদন অনুসারে, তারপর থেকে এ পর্যন্ত গত ১৭৩ বছরে বিশ্বের গড় তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বার্কলে আর্থের এই বক্তব্যকে সমর্থন করেছে ফ্রান্সের জলবায়ু গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সাইন্টিফিক রিসার্চ। সংস্থার জলবায়ু বিজ্ঞানী ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিবেদনের প্রধান লেখক ক্যামিল্লে পারমেসান মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে বলেন, ‘বিজ্ঞানীরা গত ২০ বছর ধরেই এই আশঙ্কা করছেন। এই অবস্থার জন্য দায়ী মূলত আমরা। আমাদের বেপরোয়া শিল্পায়ন, বনজঙ্গল ধ্বংস ও লাগমহীন কার্বন নিঃসরণ বিশ্বকে আজ এই অবস্থায় দিকে ঠেলে দিয়েছে।’

বিশ্বজুড়ে শিল্পকারখানাভিত্তিক উৎপাদন শুরু হয় ১৮৫০ সালের কিছু আগে থেকে। জাতিসংঘের জলবায়ু প্রতিবেদন অনুসারে, তারপর থেকে এ পর্যন্ত গত ১৭৩ বছরে বিশ্বের গড় তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রার এই পরিমাণ বৃদ্ধি ইতোমধ্যে বিশ্বের জলবায়ুর ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করেছে এবং বিলুপ্তির ঝুঁকিতে ফেলেছে অনেক প্রাণী ও উদ্ভিদ প্রজাতিকে।

তাপমাত্রা বৃদ্ধির জন্য বছরের পর বছর ধরে অতিমাত্রায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার, বনাঞ্চল ধ্বংস এবং বাতাসে নিয়মিত স্বাভাবিকমাত্রার চেয়ে অনেক বেশি হারে কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাসের নিঃস্বরণকে দায়ী করেছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা গত ২০ বছর ধরেই এই আশঙ্কা করছেন। এই অবস্থার জন্য দায়ী মূলত আমরা। আমাদের বেপরোয়া শিল্পায়ন, বনজঙ্গল ধ্বংস ও লাগমহীন কার্বন নিঃসরণ বিশ্বকে আজ এই অবস্থায় দিকে ঠেলে দিয়েছে।

জলবায়ুবিদরা বলেছেন, ১৮০০ সালের পর থেকে বিশ্বে সর্বোচ্চ উষ্ণ যেসব দিনের অতীত রেকর্ড রয়েছে— সেসবের মধ্যে অন্তত ১০টি দিনের রেকর্ড এ বছর গ্রীষ্মেই ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ব্লুমবার্গকে জেক হাউসফাদার বলেন,‘প্রত্যেক ১০ বছর পর পর এলনিনো আবহাওয়া প্যাটার্ন ফিরে আসে এবং তা কম-বেশি ৫ থেকে ৬ বছর স্থায়ী হয়। এ সময় প্রশান্ত মহাসাগরের বিশাল এলাকাজুড়ে উষ্ণ জলস্রোতের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে বৈশ্বিক আবহাওয়াতেও তার প্রভাব পড়ে।’

তিনি আরও বলেছেন, ‘প্রকৃতির নিয়ম মেনে এর আগেও অসংখ্যবার এলনিনো আবহাওয়া প্যাটার্ন এসেছে, কিন্তু বর্তমান পরিস্থিতি মতো সংকট কখনও সৃষ্টি হয়নি। এখন আমরা বিশ্বজুড়ে অতিবর্ষণ, খরা, বন্যা, ঝড়, তাপপ্রবাহ ইত্যাদি আবহাওয়াগত বিপর্যয় অতিমাত্রায় বৃদ্ধি দেখতে পাচ্ছি— তার প্রধানত মানবসৃষ্ট বিভিন্ন কারণে ঘটছে।’

‘এবং আমরা যদি অতিদ্রুত নাটকীয় কোনো পরিবর্তন না আনতে পারি, সেক্ষেত্রে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।’ যোগ করেন জেক হাউসফাদার।

সংবাদচিত্র ডটকম/আন্তর্জাতিক

ফেনীতে মামলা নিয়ে বাণিজ্য: খসড়া এজাহার থেকে জেলগেট পর্যন্ত টাকা লেনদেন

৩ অক্টোবর, ২০২৫, ১২:৫১

ফ্লোটিলা সদস্যদের আটকের ঘটনায় বাংলাদেশের নিন্দ

৩ অক্টোবর, ২০২৫, ১২:২৯

বড় জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

৩ অক্টোবর, ২০২৫, ১২:৪১

সহজ ম্যাচ কঠিন করে অবশেষে জিতল বাংলাদেশ

৩ অক্টোবর, ২০২৫, ১২:৩৬

ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই

২ অক্টোবর, ২০২৫, ১১:১০

মোহাম্মদপুরে এলজিইডির ড্রাইভার রুহুলের ‘সাম্রাজ্য’

২ অক্টোবর, ২০২৫, ৬:০৯

ঢাকা বিমানবন্দরে সাংবাদিক লাঞ্ছিত: এনসিপি দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেবে

২ অক্টোবর, ২০২৫, ৫:১০

ইসরায়েলের বাধা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ফ্লোটিলার ৩০ নৌযান

২ অক্টোবর, ২০২৫, ৩:২০

ভারত-পাকিস্তান নারী বিশ্বকাপ ম্যাচে হ্যান্ডশেক নিষেধাজ্ঞা

২ অক্টোবর, ২০২৫, ২:৪৬

নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত

২ অক্টোবর, ২০২৫, ২:২২

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

সর্বকনিষ্ঠ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ৯ বছরের ওয়ারিসা

৭ জুলাই, ২০২৫, ৭:৪২

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮


উপরে