রবিবার, ১১ মে ২০২৫ , ২৮ বৈশাখ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. স্মরণ : সঙ্গীতজ্ঞ দেবু ভট্টাচার্য’র ২৭তম মৃত্যুবার্ষিকী আজ

স্মরণ : সঙ্গীতজ্ঞ দেবু ভট্টাচার্য’র ২৭তম মৃত্যুবার্ষিকী আজ

স্মরণ : সঙ্গীতজ্ঞ দেবু ভট্টাচার্য’র ২৭তম মৃত্যুবার্ষিকী আজ

দেশবরেণ্য সঙ্গীতজ্ঞ দেবু ভট্টাচার্য-এর ২৭তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৯৪ সালের ৩০ জুন, ঢাকায় মৃত্যুবরণ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। সংবাদচিত্র পরিবারের পক্ষ থেকে গুণি এই সঙ্গীতজ্ঞর প্রতি আমাদের বিন্ম্র শ্রদ্ধা।

দেবু ভট্টাচার্য (পারিবারিক নাম প্রাণকুমার ভট্টাচার্য) ১৯৩০ সালের ১ আগস্ট, ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৫০ সালে তিনি কলকাতার আর্ট স্কুল থেকে চিত্রকলা বিষয়ে পড়াশুনা শেষ করেন। ছোটবেলা থেকেই তাঁর, নাচ-গান ও নাটকের প্রতি প্রবল আগ্রহ ছিল। খুব অল্প বয়স থেকেই তিনি বাঁশি বাজানোয় পারদর্শী ছিলেন।

দেবু ভট্টাচার্য ১৯৪৫ সালে তাঁর কর্মজীবন শুরু করেন প্রখ্যাত সংগীতজ্ঞ তিমিরবরণ পরিচালিত একটি অর্কেস্ট্রা গ্রুপের সদস্য হিসেবে। পরবর্তিতে তিনি গীতিকার ও সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।
১৯৫০ সালে ভারতীয় ধ্রুপদী রাগে বাজানো তাঁর কয়েকটি বাঁশি সঙ্গীতের রেকর্ড বাজারে আসে। ১৯৫০ থেকে ১৯৭০-এর দশকে তিনি ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক ধারার সঙ্গীতে সুর করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশের প্রখ্যাত অনেক কবির দেশপ্রেমমূলক কবিতারও সুর করেছেন।

রুনা লায়লার কণ্ঠে দেশাত্ববোধক গান, “প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে” তাঁর এক অনন্য আসাধারন সৃষ্টি।
বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের উর্দু ও পাঞ্জাবী ছবির সংগীত পরিচালনা করে দেবু ভট্টাচার্য পুরো উপমহাদেশেই ছিলেন জনপ্রিয় ও সমাদৃত। দেবু ভট্টাচার্যের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশী ও পাকিস্তানি অনেক সঙ্গীতশিল্পী প্রতিষ্ঠা লাভ করেছেন। তখনকার সময়ে তিনি উপমহাদেশে বাংলা সঙ্গীত ও সংস্কৃতিকে পরিচিত ও জনপ্রিয় করে তোলেন।

বাংলাদেশের চলচ্চিত্রেও সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন দেবু ভট্টাচার্য। তিনি যেসব চলচ্চিত্রে সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন তারমধ্যে- চরিত্রহীন, বধু বিদায়, দম মারো দম, আশার আলো, উল্লেখযোগ্য।

তাঁর কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা। যার মধ্যে উল্লেখযোগ্য- ১৯৭৫ সালে ‘চরিত্রহীন’ ছবির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাংলাদেশের সঙ্গীতে অনন্য অবদানের জন্য ১৯৯৭ সালে পান সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘একুশে পদক’ (মরণোত্তর)।

সুরকার, সঙ্গীত পরিচালক, গীতিকার, গায়ক, সংগীত শিক্ষক দেবু ভট্টাচার্য। তিনি চলচ্চিত্রের গান, লোক সঙ্গীত ধ্রুপদী, রাগ, আধুনিক সব ধরণের গানই করেছেন সমানভাবে। গীটার, কীবোর্ড, পিয়ানো, বেহালা, বাঁশি এসব বাদ্যযন্ত্র বাজিয়েছেন অনায়াসে। একজন উচুমানের সঙ্গীত বিশারদ ছিলেন তিনি, গানের প্রতিটি শাখায় রেখে গেছেন ধ্রুপদী ছোঁয়া। সুমধুর সুরের কারণে তাঁর অনেক গানই হয়েছে জনপ্রিয়, পেয়েছে কালজয়ীর সম্মান। যা এখনও দর্শক-শ্রোতাদেরকে বিমোহিত করে, উদ্বেলিত করে।

বাংলাদেশের সঙ্গীতের ভান্ডার সমৃদ্ধ করেছেন দেশবরেণ্য সঙ্গীতজ্ঞ দেবু ভট্টাচার্য, তাঁর সৃজনশীল কর্মের মাধ্যমে এদেশের সঙ্গীত ইতিহাসে তিনি বেঁচে থাকবেন যুগের পর যুগ।

সংবাদচিত্র/বিনোদন/আআকা

শুভ বুদ্ধ পূর্ণিমা আজ

১১ মে, ২০২৫, ১১:১৭

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

১১ মে, ২০২৫, ১২:২৮

যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান: ট্রাম্প

১১ মে, ২০২৫, ১২:২১

রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়: গয়েশ্বর

১০ মে, ২০২৫, ১১:৫৯

শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মোদি

১০ মে, ২০২৫, ৫:১৮

চাপে পড়ে আন্দোলন প্রত্যাহারের ডাক হাসনাতের

১০ মে, ২০২৫, ৫:১৩

আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় মুস্তাফা জামান আব্বাসী

১০ মে, ২০২৫, ৫:০৭

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা হলো না বাংলাদেশ ‘এ’ দলের

১০ মে, ২০২৫, ৫:০১

৬০ ছুঁই ছুঁই আমির, সালমান, শাহরুখের বয়স; বলিউডের কি এখন নতুন তারকা প্রয়োজন?

১০ মে, ২০২৫, ৪:৫০

ভারতের উত্তেজনার মধ্যে নতুন বিপদ, পাকিস্তান ভেঙে স্বাধীন বেলুচিস্তান

১০ মে, ২০২৫, ৪:২৯

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জোবাইদা রহমানের নিরাপত্তায় থাকছে যেসব ব্যবস্থা

৫ মে, ২০২৫, ৫:৪৬

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে : নাহিদ ইসলাম

২ মে, ২০২৫, ৭:৪৫

বন্ধ হয়ে গেছে দেশীয় এয়ারলাইন্স নভোএয়ারের ফ্লাইট

২ মে, ২০২৫, ১০:৩৭

ঈদের পর এখনো চালু হয়নি ১১ গার্মেন্টস

২১ এপ্রিল, ২০২৫, ৬:৩৭

দুর্নীতি করে অঢেল টাকার মালিক কে এই ‘আলাউদ্দিন মোল্লা’?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:৩০

জোবাইদার ৪ ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি বিএনপির

২ মে, ২০২৫, ১০:৪৭

২৬৬ সাংবাদিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ

৩ মে, ২০২৫, ৭:৩১

পবিত্র মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু

২ মে, ২০২৫, ৭:৩৬

ঢাকার সিগন্যালে বসছে এআই, অযথা হর্ন বাজালেই শাস্তি

৮ মে, ২০২৫, ৫:৫১


উপরে