ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) উদ্যোগে প্রথমবারের মতো শাহ আলমগীর জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন লন্ডন প্রবাসী বাংলাদেশি সাংবাদিক সৈয়দ বদরুল আহসান।
জাতীয় প্রেসক্লাবে সৈয়দ বদরুল আহসানের হয়ে অ্যাওয়ার্ড গ্রহণ করেন তার পরিবারের সদস্য। ব্রডকাস্ট জার্নালিজম সেন্টারের (বিজেসি) এই আয়োজনে জানানো হয়, পেশাগত জীবনে প্রয়াত শাহ আলমগীরের মতো আদর্শবান ও অবিচল কোনো সাংবাদিককে প্রতিবছর এই পুরস্কারে ভূষিত করা হবে। শাহ আলমগীরের পরিবারের অর্থায়নে বিজেসি’র বার্ষিক এই আয়োজনে একটি অভিজ্ঞ জুড়ি বোর্ডের মাধ্যমে প্রাজ্ঞ একজন সাংবাদিককে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হবে।
সংবাদচিত্র ডটকম/মিডিয়া