আরেক স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে বাংলাদেশ। আগামী ২৮ ডিসেম্বর উদ্বোধন হবে দেশের প্রথম মেট্রোরেলের। আর পরদিন থেকে যাত্রী চলাচল শুরু হবে স্বপ্নের মেট্রোরেলে। তবে উদ্বোধনের আগেই মেট্রোরেলের পাশে যাদের বাড়ি, তাদের জন্য ৭টি নির্দেশনা দিয়েছে পুলিশ।
মেট্রোরেল সংলগ্ন কোনো ভবন বা ফ্ল্যাটে ২৯ ডিসেম্বরের আগে নতুন ভাড়াটিয়া উঠতে পারবেন না। আশপাশের কোনো ভবনের বেলকনি ও ছাদে কাপড়ও শুকাতে দেওয়া যাবে না। এমন সব নির্দেশনা রয়েছে।
মেট্রোলের দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশের উদ্বোধন উপলক্ষে মেট্রোরেল সংলগ্ন ভবন মালিকদের সাত নির্দেশনা মেনে চলার নির্দেশনা দিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার আব্দুল হালিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করবেন এবং তার নিরাপত্তায় ওই দিন সাতটি নির্দেশনা মেনে চলতে হবে ভবন মালিকদের।
নির্দেশনা ৭টি হলো-
> মেট্রোরেল সংলগ্ন কোনো ভবন বা ফ্ল্যাটে ২৯ ডিসেম্বরের আগে নতুন ভাড়াটিয়া উঠতে পারবে না।
> কোনো ভবনের কমার্শিয়াল স্পেসে ২৮ ডিসেম্বর নতুন কোনো অফিস, দোকান, রেস্তোরাঁ খোলা যাবে না।
> উদ্বোধনের দিন আশপাশের কোনো ভবনের বেলকনি ও ছাদে কাপড় শুকাতে দেওয়া যাবে না এবং কেউ দাঁড়াতে পারবেন না।
> ভবন বা ফ্ল্যাটে কোনো ছবি বা ফেস্টুন লাগানো যাবে না।
> কোনো ভবনের কমার্শিয়াল স্পেসে বা আবাসিক হোটেলে ২৮ ডিসেম্বর কেউ অবস্থান করতে পারবেন না।
> কোনো ভবন বা ফ্ল্যাটে যদি বৈধ অস্ত্র থাকে, ২৫ ডিসেম্বরের মধ্যে তা থানায় জমা দিতে হবে।
> মেট্রোরেলের দুই পাশের সব ব্যাংক বা এটিএম বুথ ২৮ ডিসেম্বর সকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে বন্ধ রাখতে হবে।
মেট্রোরেল প্রথমদিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথে ছুটবে। ডিএমটিসিএল জানায়, উদ্বোধনের পর পুরোদমে চলবে না ঢাকার প্রথম এই মেট্রোরেল। প্রথম সপ্তাহে শুধু সকালে ও বিকালে চলবে। ধীরে ধীরে চলার সময় বাড়বে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের স্টেশন হবে নয়টি। এর ভাড়া প্রতি কিলোমিটার ৫ টাকা, সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।
সংবাদচিত্র ডটকম/রাজধানী