বজ্রপাতে সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন স্থানে সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা গেছেন পাঁচ জন। তাহিরপুরে এক, দোয়ারাবাজারে দুই ও ছাতকে দুই জন নিহত হন। আহত হয়েছেন তিন জন।
স্থানীয়রা জানান, মাঠে ধান কাটার সময় বজ্রপাতে এসব হতাহতের ঘটনা ঘটে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়। এ সময় আহত হন একজন। এর মধ্যে শ্রীমঙ্গলের বাইক্কাবিলে ধান কাটতে গিয়ে নিহত হন রিয়াজ উদ্দিন নামের এক কৃষক।
এ ছাড়া কমলগঞ্জের উত্তর তিলকপুরে সকাল ১০টার দিকে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন একজন।
সংবাদচিত্র ডটকম/সারা দেশ