দেশব্যাপী ব্যাপক আয়োজনে পালিত হচ্ছে জাতীয় কবির জন্ম বার্ষিকী - সংবাদচিত্র ডটকম/songbadchitro.com
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ , ১৬ বৈশাখ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. জন্মদিন শিল্প ও সাহিত্য স্মরনীয় বরনীয়
  3. দেশব্যাপী ব্যাপক আয়োজনে পালিত হচ্ছে জাতীয় কবির জন্ম বার্ষিকী

দেশব্যাপী ব্যাপক আয়োজনে পালিত হচ্ছে জাতীয় কবির জন্ম বার্ষিকী

ফাইল ছবি

আজ শনিবার (১১ জ্যৈষ্ঠ) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। জাতীয় পর্যায়ে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বাংলা ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মেছিলেন কাজী নজরুল ইসলাম। তার ডাক নাম ‘দুখু মিয়া’। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মা জাহেদা খাতুন।

কাজী নজরুল ইসলাম চিরপ্রেমের কবি। তিনি যৌবনের দূত। তিনি প্রেম নিয়েছিলেন, প্রেম চেয়েছিলেন। মূলত তিনি বিদ্রোহী, কিন্তু তার প্রেমিক রূপটিও প্রবাদপ্রতিম। তাই মানুষটি অনায়াসেই বলতে পারেন ‘আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়।’ পৃথিবীতে এমন কয়জন আছেন যিনি প্রেমের টানে রক্তের সর্ম্পককে অস্বীকার করে পথে বেরিয়ে পড়তে পারেন?

এ বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘অসাম্প্রদায়িক চেতনা ও নজরুল’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে শুরু হয় অনুষ্ঠান। এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খানের নেতৃত্বে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চত্ত্বরে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নজরুল একাডেমী দু’দিনব্যাপি অনুষ্ঠান মালার আয়োজন করেছে। শনিবার সকালে নজরুল একাডেমীর পক্ষ থেকে কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা এবং দোয়া পরিচলনা করা হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এতে নজরুল একাডেমী ভবন (মগবাজারের বেলালাবাদ কলোনি) “কাজী নজরুল ইসলাম মিলনায়তনে” নজরুল একাডেমীর শিল্পীসহ আমন্ত্রিত শিল্পীবৃন্দ অংশগ্রহণ করবেন।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে (মগবাজার বেলালাবাদ কলোনি) “কাজী নজরুল ইসলাম মিলনায়তনে” আয়োজিত প্রথমদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. আনোয়ারুল করিম (লেখক, গবেষক ও প্রোভিসি, নর্দান ইউনিভার্সিটি) এবং বিশেষ অতিথি হিসাবে প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম (ট্রেজারার সোনারগাঁও ইউনিভার্সিটি) উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নেন লেখক গবেষক ও কবি হাসান আলীম।

আলোচনায় সভাপতিত্ব করবেন একাডেমীর সভাপতি,সাবেক রাষ্ট্রদুত ও সচিব মসয়ুদ মান্নান এনডিসি,স্বাগত বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা ও একাডেমীর সাধারণ সম্পাদক মিন্টু রহমান।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল একাডেমীর শিল্পী সহ আমন্ত্রিত শিল্পীবৃন্দ অংশগ্রহণ করবেন।

এ ছাড়াও ময়মনসিংহ, জাতীয় কবির স্মৃতি বিজড়িত কুমিল্লার দৌলতপুরসহ বিভিন্ন স্থানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে। এ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।

বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও কাজী নজরুল ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগ-রাগিনী সৃষ্টি করে বাংলা সঙ্গীত জগতকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। তার কবিতা, গান ও সাহিত্য কর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ লেখক। তার লেখনি জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে।

তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস। বাংলাদেশের স্বাধীনতার পর পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে সদ্য স্বাধীন বাংলাদেশে নিয়ে আসেন। রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশে তার বসবাসের ব্যবস্থা করেন।

সংবাদচিত্র ডটকম/জাতীয়

শেয়ার করুনঃ

‌‘স্বতন্ত্র পুলিশ কমিশন’ গঠনের অপেক্ষায় পুলিশ : আইজিপি

২৮ এপ্রিল, ২০২৫, ৫:৫০

ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট

২৮ এপ্রিল, ২০২৫, ৫:৪১

সিটি করপোরেশন হচ্ছে বগুড়া, গণবিজ্ঞপ্তি জারি

২৮ এপ্রিল, ২০২৫, ৫:৩১

শেয়ারবাজারে দেড় ঘণ্টার ম্যাজিক !

২৮ এপ্রিল, ২০২৫, ৫:২২

আইন উপদেষ্টার বাসভবন হতে ‘ড্রোন’ উদ্ধার; চলছে তদন্ত

২৮ এপ্রিল, ২০২৫, ৪:৫৭

শেখ হাসিনাসহ ৪০৮ জনকে আসামি করে মামলা

২৮ এপ্রিল, ২০২৫, ৪:২৪

দুই উপদেষ্টার এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে গোয়েন্দা কার্যক্রম শুরু

২৭ এপ্রিল, ২০২৫, ৫:৩৭

রাজধানীতে নির্মাণাধীন ভবন গুঁড়িয়ে দিলো রাজউক

২৭ এপ্রিল, ২০২৫, ৪:৫০

এবছর ৮৭ হাজার ১০০ জন হজে যাচ্ছেন; মঙ্গলবার ১ম ফ্লাইট শুরু

২৭ এপ্রিল, ২০২৫, ৩:৪০

পাকিস্তানের সঙ্গে ‘শতভাগ’ সম্পর্ক ছিন্ন করার দাবি সৌরভ গাঙ্গুলির

২৬ এপ্রিল, ২০২৫, ৪:১৬

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

৮ মে, ২০২১, ৪:৫৩

চেলসির সঙ্গে ড্র, ফাইনালের পথ কঠিন হলো রিয়ালের

২৮ এপ্রিল, ২০২১, ৬:৫৩

রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লিকে হারিয়ে শীর্ষে কোহলিরা

২৮ এপ্রিল, ২০২১, ৬:৫১

আরও ২/৩ দিন হাসপাতালে থাকতে হবে খালেদা জিয়াকে

২৮ এপ্রিল, ২০২১, ৬:৪৩

খাদ্যের সঙ্গে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতেও কাজ হচ্ছে: প্রধানমন্ত্রী

২২ মে, ২০২১, ১০:০৭

পপ সম্রাটের বিরদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রত্যাখান

২৮ এপ্রিল, ২০২১, ৬:৪০

ইউনেসকোর প্রেস ফ্রিডম পুরস্কার জিতলেন মারিয়া রেসা

২৮ এপ্রিল, ২০২১, ৬:৩৮

দিরাইয়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু, আহত ৩

২৮ এপ্রিল, ২০২১, ৬:৩৭

রাজধানীতে অভিযানে গ্রেফতার ৩০

২৮ এপ্রিল, ২০২১, ৬:৩৬

ওবায়দুল কাদের আপনি রেহাই পাবেন না: কাদের মির্জা

২৮ এপ্রিল, ২০২১, ৬:৩৩


উপরে