ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ৪০ নেতা-কর্মী আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। মঙ্গলবার বেলা সাড়ে ৯ টার দিকে এ ঘটনা শুরু হয়।
পরে হামলার প্রতিবাদে বেলা ১১টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল।
ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সামনে পৌঁছালে হলের ভেতর ও আশপাশ থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকলে ছাত্রদলের নেতা-কর্মীরা কিছুটা পিছু হটেন। কিন্তু মিনিটখানেকের মধ্যেই তাঁরা আবার লাঠিসোঁটা হাতে সংগঠিত হয়ে ছাত্রলীগকে ধাওয়া দেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা তখন পিছু হটেন। তাঁরা শারীরিক শিক্ষা কেন্দ্রের সামনে অবস্থান নেন।
ছাত্রদলের নেতা-কর্মীরা অবস্থান নেন দোয়েল চত্বরে। এ সময় দুই পক্ষের মুহুর্মুহু ইট-ছোড়াছুড়ি চলতে থাকে। বেলা ১১টা ৩৫ মিনিটে ছাত্রলীগ ছাত্রদলকে পাল্টা ধাওয়া দিলে ছাত্রদলের নেতা-কর্মীরা দৌড়ে ক্যাম্পাস ত্যাগ করেন।
সম্প্রতি পদ্মাসেতুর প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনকে নিয়ে প্রধামন্ত্রীর বক্তব্য দেয়ায়, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বক্তব্য দেন। ছাত্রলীগের নেতাকর্মীরা তার বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাইলে ছাত্রদলকে প্রতিহত করার ঘোষণা দেয়।
পাল্টা-পাল্টি এই অবস্থানের মধ্যে মঙ্গলবার সকালে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনের ডাক দেয় ছাত্রদল। সকালে মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢুকলে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে হামলা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদল কর্মীরা সকাল সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করার সময় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাধা দেয় ছাত্রলীগ কর্মীরা।
ছাত্রলীগের জগন্নাথ হল ও এস এম হল ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে ছাত্রদলের কর্মীরা ঢাকা মেডিকেলের বহির্বিভাগে অবস্থান নেয়। এ সময় দুই পক্ষই ঢিল ছুড়তে থাকে। ইটপাটকেল নিক্ষেপ ও মারধরে ছাত্রদলের বেশ কয়েকজন আহত হয়। ঘটনার পর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
পরে পুলিশ এসে ছাত্রদলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, কিছুদিন আগে ছাত্রদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন, এজন্য ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলকে অবাঞ্ছিত ঘোষণা করে।
তিনি আরো বলেন, আজ সকালে ঢাকা মেডিকেলের বহির্বিভাগ থেকে ছাত্রদলের একটি মিছিল শহীদ মিনারে এলে ছাত্রলীগ তাদের বাধা দেয়। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা পাল্টা হয়।
বর্তমানে পরিস্থিতি শান্ত আছে বলে জানান তিনি।
সংবাদচিত্র/রাজধানী