চট্টগ্রামের পতেঙ্গায় বন্দরের বর্হিনোঙ্গরে আগুনে পুড়ে গেছে একটি লাইফবোট। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় লাগা আগুন টানা তিনঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনে কোস্টগার্ড ও বন্দরের উদ্ধারকারী জাহাজ। এ ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আফছার উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
আফছার উদ্দিন বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলের কাছাকাছি সাগর পাড়ে পৌঁছালেও জলযান না থাকায় আগুন নেভাতে সাগরে যেতে পারেনি। পরে রাত ১টার দিকে আগুন নেভানোর কাজ শুরু করে কোস্টগার্ড। পরে যোগ দেয় বন্দরের উদ্ধারকারী জাহাজ। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই কর্মকর্তা জানিয়েছেন, বিকট বিস্ফোরণের পরই আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।
সংবাদচিত্র ডটকম/সারাদেশ