সাত দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ এক বছর পার না হতেই ভাঙনের মুখে পড়ল। এখন থেকে মঞ্চের শরিক গণঅধিকার পরিষদ সমন্বিত কর্মসূচি পালন করবে না। তবে তারা যুগপৎ আন্দোলনে থেকে নিজস্ব উদ্যোগে সমন্বিতভাবে কর্মসূচি পালন করবে।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গণঅধিকার পরিষদ।
এতে বলা হয়, শনিবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর সভাপতিত্ব করেন। সভায় ভোটারবিহীন সিটি করপোরেশন নির্বাচনের নামে রাষ্ট্রের অর্থ খরচ করে জনগণের সঙ্গে প্রহসনের নির্বাচন জনগণকে বর্জনের আহ্বান জানানো হয়।
গণঅধিকার পরিষদ জানায়, পরিষদের সভায় একই সঙ্গে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার সিদ্ধান্ত গৃহীত হয়। সে লক্ষ্যে শুধু ‘গণতন্ত্র মঞ্চ’-এর সঙ্গে না থেকে নিজস্ব উদ্যোগে চলমান যুগপৎ আন্দোলনে থাকা সব দলের সঙ্গে রাজপথে সমন্বিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় গণঅধিকার পরিষদ।
গত বছরের ৮ আগস্ট সাতটি দল ও সংগঠন নিয়ে গণতন্ত্র মঞ্চ গঠিত হয়। ওই বছরের ৩০ ডিসেম্বর থেকে বিএনপির ও তার সমমনা রাজনৈতিক দলগুলো যুগপৎ আন্দোলনের কর্মসূচি পালন করছে।
গণঅধিকার পরিষদ জানায়, সভায় উপস্থিত নেতারা সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে সরকারের গণবিরোধী সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানান। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ১২মে শুক্রবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ছাড়া সভায় মুক্তিযুদ্ধের সংগঠক গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব পাশ করা হয়। আগামী ১৫ মে কেন্দ্রীয় কার্যলয়ে জাফরুল্লাহ চৌধুরীর কর্মময় জীবনের ওপর আলোচনা সভা করার সিদ্ধান্ত নেয়া হয়।
সংবাদচিত্র ডটকম/রাজনীতি