‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (২৭ মে) সকাল থেকেই ঢাকার সচিবালয়ের ভেতরে কড়া নিরাপত্তার মধ্যে মিছিল ও বিক্ষোভ চলছে।
দুপুর পৌনে ১২টার দিকে সচিবালয়ের প্রধান ফটক থেকে দেখা যায়, বিপুলসংখ্যক কর্মচারী স্লোগান দিতে দিতে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের দিকে অগ্রসর হচ্ছেন। তারা পরে সচিবালয়ের ভেতরে অবস্থান নেন।
সকাল ১০টার দিকেই সচিবালয়ের প্রধান ফটকে সোয়াট টিম মোতায়েন করা হয়। পাশাপাশি নিরাপত্তা জোরদারে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নিরাপত্তাজনিত কারণে সচিবালয়ে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। এমনকি সকাল থেকে সাংবাদিকদেরও ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
আজ সচিবালয়ে কেবল কর্মকর্তা ও কর্মচারীদের প্রবেশ অনুমোদিত। কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, সাংবাদিকদের প্রবেশের বিষয়ে দুপুর ১২টার দিকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, আজ মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
আন্দোলনকারীদের অভিযোগ, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ সরকারি কর্মচারীদের অধিকার খর্ব করবে। এটি বেতন বৈষম্য ও পদোন্নতিতে বাধা সৃষ্টি করবে বলেও তারা দাবি করছেন।
সব কর্মচারী সংগঠন মিলে গঠন করা হয়েছে একটি নতুন প্ল্যাটফর্ম—‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’। তারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একই সঙ্গে তারা সারা দেশের সরকারি দপ্তরগুলোতেও কর্মসূচি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
গতকাল আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছিলেন যে, আজও বিক্ষোভ মিছিল হবে। পাশাপাশি দেশের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রতি একযোগে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান তারা।
সংবাদচিত্র ডটকম/জাতীয়