চিত্রনায়িকা পরীমণি, মডেল পিয়াসা, প্রযোজক নজরুল ইসলাম রাজ, হেলেনা জাহাঙ্গীরসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে করা ১০টি মামলার তদন্তভারের অনুমতি চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে র্যাব। গতকাল রোববার (৮ আগস্ট) এই আবেদন করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজ সোমবার (৯ আগস্ট) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীর, চিত্রনায়িকা পরীমণি, মডেল পিয়াসাসহ যেসব আসামিকে তারা সম্প্রতি গ্রেপ্তার করেছেন, সেসব মামলার বাদী র্যাব। ওই মামলাগুলোর তদন্তভার র্যাবকে দেয়ার অনুমতি চেয়ে পুলিশ সদর দপ্তরে রোববার একটি চিঠি দেওয়া হয়েছে।
র্যাবের পক্ষ থেকে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইনে পৃথক পাঁচটি মামলা করা হয়। আবার পরীমণি ও নজরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় দুটি মামলাও র্যাবের করা।
সংবাদচিত্র/আইন ও বিচার