বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে আর কোনো আইনি বাধা নেই। তাকে শপথ গ্রহণে বাধা দিতে চাওয়া রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর মাধ্যমে আইনি জটিলতা কাটিয়ে উঠলেন ইশরাক।
তবে হাইকোর্টের রায় সত্ত্বেও আন্দোলন থামাতে নারাজ তার সমর্থকরা। তারা এখন নতুন করে দাবি তুলেছেন, সরকারপ্রধানের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ। এই দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২২ মে) ইশরাক হোসেনকে শপথ নিতে না দেয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা একটি রিট শুনানি শেষে তা খারিজ করে দেন হাইকোর্ট। আদালতের এই রায়ের ফলে ডিএসসিসি মেয়র পদে তার শপথ গ্রহণে আর কোনো আইনি জটিলতা থাকল না।
এই রায়কে স্বাগত জানিয়ে ইশরাকের আইনজীবীরা জানান, “এটি জনগণের পক্ষে একটি গুরুত্বপূর্ণ রায়। এখন আর ইশরাককে শপথ নেয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।”
এদিকে, গতকাল বুধবার সকাল থেকেই কাকরাইল মোড়ে অবস্থান নেন বিএনপি নেতা ইশরাক হোসেনের শতাধিক সমর্থক। প্রথমে তাদের দাবি ছিল, নির্বাচিত মেয়র হিসেবে দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা করতে হবে। কিন্তু হাইকোর্টের রায়ের পর তারা নতুন দাবি নিয়ে সামনে এগিয়ে এসেছে।
সমর্থকদের বক্তব্য, বর্তমান অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ‘জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন’। ফলে তারা এই পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে মনে করেন আন্দোলনকারীরা।
যুবদলের মতিঝিল থানা শাখার সাবেক নেতা আলাউদ্দিন বলেন, “শুধু শপথ নিলেই হবে না। যারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন, সেই উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে। না হলে আমরা এখানেই থাকব।”
বুধবার সন্ধ্যায় আন্দোলনস্থলে এসে ইশরাক হোসেন নিজেও বক্তব্য দেন। তিনি জানান, “শুধু শপথ নয়, জনগণের রায় বাস্তবায়ন হওয়া পর্যন্ত এবং যারা ষড়যন্ত্র করেছেন, তাদের অপসারণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”
তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমাদের এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে যারা চেষ্টা করেছেন, তাদের দায় নিতে হবে।”
হাইকোর্টের রায়ের খবর পাওয়ার পর কাকরাইল মোড়ে উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা ‘এই মাত্র খবর এলো, ইশরাক মেয়র হলো’—এমন নানা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। তবে সঙ্গে সঙ্গে তারা জানিয়ে দেন, দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।
সংবাদচিত্র ডটকম/রাজধানী