বর্জ্য অপসারণে রাজধানীবাসীর সহায়তা চেয়েছেন উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, তাড়াতাড়ি বর্জ্য অপসারণ করতে এলাকাবাসীর সাহায্য দরকার।
আজ সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষ করে এ কথা বলে মেয়র।
যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ করে আতিকুল ইসলাম বলেন, তাড়াতাড়ি বর্জ্য অপসারণ করতে এলাকাবাসীর সাহায্য দরকার। আমি সবাইকে অনুরোধ করব, যত্রতত্র যেন ময়লা না ফেলেন। আমরা প্রত্যেককে পলি দিয়েছি। বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে দেবেন।
বর্জ্য অপসারণে অন্তত ১১ হাজার শ্রমিক কাজ করছে জানিয়ে মেয়র বলেন, শ্রমিকদের সাহায্য করুন। দ্রুত বর্জ্য অপসারণ হবে।
মেয়র বলেন, বৃষ্টির মধ্যেও আসতে পেরেছি। আগে যেমন বৃষ্টির মধ্যে বিভিন্ন জায়গায় আটকে যেতাম। কিন্তু আজকে উত্তরা থেকে আসার সময় দেখেছি বৃষ্টিতে জলজট হলেও পানি নেমে গেছে।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, কোরবানি দিয়ে অনেকেই বাড়ি চলে যাবেন। বিনয়ের সাথে অনুরোধ করছি, যেসব পাত্রে পানি জমে তা উল্টে রেখে যাবেন। এটা সবার জন্য সহায়ক হবে। অবশ্যই ছাদে যে পাত্র আছে তা উল্টে যাবেন।
সংবাদচিত্র ডটকম/রাজধানী