গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৫ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সাদা কাগজের এক বিবৃতিতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী জাহাঙ্গীর আলমকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে বহিষ্কারের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে, গতকাল রবিবার (১৪ মে) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয়।
এ সময় গাজীপুর সিটি করপোরেশনের বিষয়টি সামনে এলে কথা ওঠে বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমকে নিয়ে।
তখন ক্ষোভ প্রকাশ করে নেতারা বলেন, এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটূক্তি করে তিনি (জাহাঙ্গীর আলম) দল থেকে স্থায়ী বহিষ্কার হয়েছিলেন। পরে অবশ্য ক্ষমা চাওয়ায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। কিন্তু এবারের সিটি নির্বাচনে তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। শুধু তাই নয়, তার মাকেও প্রার্থী করেছেন। এখন মায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। সেখানেও দলের বিপক্ষে কথা বলছেন।
এ জন্য তাকে দল থেকে চিরতরে বহিষ্কারের সুপারিশ করেন নেতারা।
সংবাদচিত্র ডটকম/রাজনীতি