বলিউডে অনেক হিট ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী রানি মুখার্জি। ‘মর্দানি’, ‘হিচকি’র মতো ছবিগুলোকে একাই বক্স অফিসে সাফল্যের দোরগোড়ায় নিয়ে গিয়েছেন। এরপর ছিলেন খানিকটা বিরতিতে। বহুদিন পর ফের পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে।
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’তে অভিনয় করেছেন রানি। যেটি মুক্তি পাচ্ছে আগামী ১৭ মার্চ। আবারও নারীকেন্দ্রিক ছবিতে চমকে দিতে চলেছেন তিনি, ট্রেলার দেখে এমনই মন্তব্য আসছে ভক্ত-অনুরাগীদের থেকে।
সিনেমার প্রচারে এখন ব্যস্ত সময় পার করছেন রানি। সেখানে নিজের ব্যক্তিগত জীবন, মাতৃত্ব নিয়েও মুখ খুলেছেন তিনি। রানি বলেন, ‘আমার মেয়ে আদিরার জন্মের পর মানুষ হিসেবে আমি সম্পূর্ণ বদলে গিয়েছি। আর এ কথা অনেকেই আমায় বলেছেন। আমি আত্মবিশ্লেষণ করছি না। তবে আমার স্বামী আদিত্য প্রায়ই বলেন, আদিরার জন্মের আগে আমি যেমনটি ছিলাম তেমন আর নেই। সুতরাং, আদিরার আগে আদিরার পরে রানি দুরকম মানুষ।’
রানি আরও বলেন, ‘আমার মনে হয় বেশিরভাগ মায়ের ক্ষেত্রেই এমনটা হয়। কারণ মা হওয়ার আগে পর্যন্ত আমরাও কারও মেয়ে এবং মা হওয়ার পর আমরা শুধুই মা। মাতৃত্বের প্রথম দিন থেকেই শরীর বদলে যায়, এছাড়াও মানসিক ও আবেগের বদল তো ঘটেই। আপনি তখন এমন একজনে রূপান্তরিত হন যিনি অনেক বেশি দায়িত্বশীল, নিজের থেকে অন্য একটি জীবন নিয়ে বেশি সচেতন হয়ে ওঠেন।’
এ অভিনেত্রী বলেন, ‘আমি এখন এমন একজন মানুষ, যেটা আমি ছিলাম না। আমার ঘুম হারিয়ে গেছে। আদিরার জন্মের আগে আমি যেভাবে ঘুমাতাম, এখন আর পারি না। রাতেও ঘুমোই না। কারণ অবচেতন মনে ঘুরতে থাকে একটা ভাবনা, আদিরা ঠিক আছে তো! হ্যাঁ, আদিরা একদম ঠিক আছে। অনেকে হয়ত ভাবছেন আমি অতিরঞ্জিত করে বলছি, তবে আপনি যেকোনো মাকে এ কথা জিজ্ঞেস করবেন, তারা একই কথা বলবে।’
‘আপনার জীবনের কেন্দ্রবিন্দু তখন আপনার সন্তান। যদিও মানুষ আসলে নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসে, মনে করে আমি সবার আগে।’
রানি মুখার্জি বলেন, ‘অনেকেই শেখান, আগে নিজের জন্য ভাবুন, নিজেকে খুশি রাখুন, তাহলেই সবাইকে ভালো রাখতে পারবেন। কিন্তু মা হওয়ার পর এই সব শিক্ষা জানালা দিয়ে উড়ে পালাবে, সবসময়ই সন্তানকে নিয়ে উদ্বিগ্ন থাকবেন। তবে আপনি যতটা সন্তানকে নিয়ে ভাবছেন, ও কিন্তু বাবা-মাকে নিয়ে সেটা ভাবছে না। যদিও এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। তবে ব্যক্তি বিশেষে হয়ত কিছু কিছু বিষয় বদলে যায়। প্রতিটি মায়ের কাছে তার সন্তানই সেরা। আর ব্যক্তিগত জীবনে আমি একজন মেয়ের মা, আর এর থেকে বড় পওনা আমার কাছে আর কিছুই হতে পারে না।’
সংবাদচিত্র ডটকম/বলিউড