বকেয়া পরিশোধ না করার জেরে ইরান, ভেনিজুয়েলাসহ আটটি দেশের ভোটাধিকার স্থগিত করেছে জাতিসংঘ। জানা গেছে, বকেয়া পরিশোধ না করার জন্যই তাদের ব্যাপারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক চিঠিতে বলেছেন, ১১টি দেশের বকেয়া রয়েছে। তাদের মধ্যে আটটি দেশের জাতিসংঘে ভোটাধিকার স্থগিত করা হয়েছে।
জাতিসংঘের সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, যদি কোনো দেশ টানা দুই বছর বকেয়া পরিশোধ না করে, তাহলে সেই দেশের জাতিসংঘে ভোটাধিকার স্থগিত করা হবে।
তবে যদি কোনো দেশ বকেয়া পরিশোধ না করার সঠিক কারণ দেখিয়ে বিষয়টি বিবেচনার অনুরোধ জানায়, সে ক্ষেত্রে জাতিসংঘ তা বিবেচনা করার কথা। এবারও সে ধরনের ঘটনা ঘটেছে।
কমোরো দ্বীপ, সাও টম অ্যান্ড প্রিন্সিপে এবং সোমালিয়া এমন অনুরোধ করে জাতিসংঘে। জাতিসংঘ মহাসচিব ওই দেশগুলোর করুণ অবস্থা বিবেচনা করেছেন।
ইরানও ২০২১ সালের জানুয়ারিতে তার ভোটদানের অধিকার হারিয়েছে। দেশটি তার বকেয়ার ন্যূনতম অর্থপ্রদান করার পরে জুন মাসে সেই অধিকার পুনরুদ্ধার করে। এবং নিষেধাজ্ঞাগুলি বজায় রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে বলে যার ফলে বিদেশী ব্যাংকগুলিতে বিলিয়ন ডলার অ্যাক্সেস করতে বাধা ছিলো।
সেসময় জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক অর্থপ্রদান করার জন্য দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন স্থানে ব্যাংকিং এবং সরকারী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সূত্র: বার্নামা ডটকম, ফ্রন্টলাইন
সংবাদচিত্র/আন্তর্জাতিক