বাজারে আসছে ৫০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই করা এ নোট আগামী ৮ জানুয়ারি থেকে বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ বুধবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
এতে বলা হয়, নতুন নোটটি আগামী রবিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরবর্তীতে নোটটি বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখা থেকেও ইস্যু করা হবে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত নোটের পাশাপাশি চলমান ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে বাজারে চালু থাকবে।
সংবাদচিত্র ডটকম/অর্থনীতি