বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে দীর্ঘ চার বছরের বেশি সময় আটকে থাকা ‘শনিবার বিকেল’ সিনেমা মুক্তির অনুমতি মিলছে এমনটাই জানিয়েছেন সাংবাদিক ও আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত। এরপরই সিনেমাটির মুক্তির সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ ফেব্রুয়ারি সিনেমা প্রেক্ষাগৃহে আসবে।
এ বিষয়ে সিনেমাটির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সময় সংবাদকে বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আমরা আগামী ৩ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।’
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ সময় সংবাদকে বলেন, আমরা এখনো যেহেতু কাগজ হাতে পাইনি সেহেতু এখনই কিছু বলতে পারছি না। যদি আমরা সেন্সর সনদ হাতে পাই তবে অবশ্যই ৩ ফেব্রুয়ারি মুক্তি দেয়ার চেষ্টা করব। এখন দেখা যাক কবে সেন্সর সনদ আমরা পাই।’
গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলাকে উপজীব্য করে নির্মিত সিনেমাটি নিয়ে আপিল বোর্ডের শুনানি হয় শনিবার (২১ জানুয়ারি)। এদিন সিনেমার নির্মাতা-প্রযোজকের বক্তব্য শোনেন আপিল কমিটির সদস্যরা; তার আলোকে সিনেমাটি নিয়ে তারা মতামত দেন যে, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তিতে কোনো বাধা নেই।
এর আগে ২০১৯ সালে ১৫ সদস্যের সেন্সর বোর্ডে সর্বসম্মতিতে সিনেমাটি প্রদর্শনের উপযোগী নয় বলে মত দেন। সেখানে বলা হয়, ২০১৬ সালের ১ জুলাই ঢাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ওপর নির্মিত সিনেমাটি। সেখানে দেশের সামরিক, পুলিশ, বিজিবি ও র্যাবের সদস্যরা যে জীবন দিয়ে অসহায় জিম্মিদের উদ্ধার করেছেন, দুজন পুলিশ সদস্য প্রাণ দিয়েছেন, সেটিই অনুপস্থিত। এরপর ২০২০ সালে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সিনেমাটিতে কিছু দৃশ্য সংযোজন করে আবারও জমা দিলে বোর্ড থেকে জানানো হয়, কোনো সংযোজন পাওয়া যায়নি।
সংবাদচিত্র ডটকম/চলচ্চিত্র