প্রায় ৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর সোয়া একটার দিকে ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগিটি সরানো পর শুরু হয় ট্রেন চলাচল।
এর আগে, সকাল পৌনে ১০টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের একটি বগি রাজেন্দ্রপুর স্টেশনে ঢোকার সময লাইনচ্যুত হয়। এর পরপরই ঢাকা-ময়মনসিংহ রুটের সব ধরনের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ফলে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে মহুয়া, জামালপুর কমিউটারসহ কয়েকটি ট্রেন। চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
রাজেন্দ্রপুর স্টেশন সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনা কবলিত বগি সরানোর পর দুপুর সোয়া ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সকালে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশনে ঢোকার সময় ইঞ্জিনের পেছনের দুটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ১ নম্বর লাইন ও মেইন লাইন বন্ধ হয়ে যায়।
সংবাদচিত্র/সারাদেশ