শনিবার, ২৪ মে ২০২৫ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

শিরোনামঃ

  1. প্রচ্ছদ
  2. অপরাধ সারাদেশ খুলনা কুষ্টিয়া
  3. হামলার পর বন্ধ ‘গাজী কালু-চম্পাবতী মেলা’, অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

হামলার পর বন্ধ ‘গাজী কালু-চম্পাবতী মেলা’, অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় শত বছরের ঐতিহ্যবাহী একটি গ্রামীণ মেলায় হামলা-ভাঙচুরের পর প্রশাসন সেটি বন্ধ করে দিয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।

বিএনপি এ ঘটনার জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করলেও দলটি সে অভিযোগ অস্বীকার করেছে।

উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা চাপাইগাছি বাজারে মঙ্গলবার সন্ধ্যায় হামলা-ভাঙচুরের পর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ‘গাজী কালু-চম্পাবতী মেলা’ বন্ধ করে দেওয়া হয় বলে জানান কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ।

আহতদের মধ্যে জামায়াতের নেতা জগন্নাথপুর ইউনিয়ন উলামা পরিষদের সাধারণ সম্পাদক ও মহেন্দ্রপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান, কুদ্দুস প্রামাণিক (৭০), শহিদুলের ছেলে তুহিন হোসেন, আক্কাস আলীর ছেলে জিহাদ হোসেন, শুকচাঁদের ছেলে জামাত আলী, জালালের ছেলে ইউনুস আলীর নাম জানা গেছে। তারা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

অন্যদিকে আহত বিএনপি সমর্থকরা হলেন- খোকসা সরকারি কলেজের প্রভাষক সরাফাত সুলতান, বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিপু সুলতান, গফুর শেখের ছেলে সুকুর শেখ, আজিজলের ছেলে শরীফ, আসাকুর রহমান। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়রা জানান, প্রতি বছরের মত এবারও স্থানীয়দের উদ্যোগে ‘গাজী কালু-চম্পাবতী’ মেলার আয়োজন করা হয়। কিন্তু শুরু থেকেই মাদক, জুয়া ও অশ্লীলতার অভিযোগ এনে মেলার বিরোধিতা করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ অবস্থায় প্রশাসনের অনুমতি না পেয়েও ১৭ মে মেলা শুরু করেন বিএনপি নেতাকর্মীরা।

মেলাকে কেন্দ্র করে প্রতি বছরের মত এবারও বেশকিছু দোকানপাট বসে। প্রতিদিন জারি-সারি-বাউল গান হয়। আশপাশের সাধারণ মানুষের আনোগোনায় মেলাটি জমজমাট হয়ে ওঠে। জারি-সারি গান সাত দিন ধরে চললেও মেলাটি ১৫ থেকে ২০ দিন চলে।

এর মধ্যেই মঙ্গলবার বিকাল থেকে এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে ঘটনা ঘটে।

স্থানীয় স্কুল শিক্ষক কবিরুল ইসলাম বলেন, “মেলা শুরুর আগে অশ্লীলতার অভিযোগ তুলে জামায়াতের নেতাকর্মীরা মেলার বিপক্ষে অবস্থান নেন। বিরোধের কারণে প্রশাসনিক অনুমোদন পায়নি মেলা কর্তৃপক্ষ। তা সত্ত্বেও স্থানীয় বিএনপির সমর্থকরা মেলা বসানোর পক্ষে অবস্থান নেন। তারপরই দুপক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটল।”

হোগলা চাপাইগাছি বাজারের একজন ব্যবসায়ীর অভিযোগ, “জামায়াত-শিবিরের কয়েকশ নেতাকর্মী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। অন্তত ৩০টি দোকানে হামলা, ভাঙচুর, লুটপাট চালানো হয়েছে। এসব ঘটনার ভিডিও আপনারা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাবেন।”

অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে জগন্নাথপুর ইউনিয়ন উলামা পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুল রহমান বলেন, “মেলায় অশ্লীল কর্মকাণ্ড ও জুয়ার আসর বসানো হয়। সেজন্য প্রশাসন অনুমতি দেননি। তবু বিএনপির নেতাকর্মী ও মেলা কমিটি মেলার আয়োজন করে।

তিনি পাল্টা অভিযোগ করে বলেন, “আমরা মেলার বিষয় জানতে গেলে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে আমি এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইনসহ অনেকেই আহত হয়েছি।”

মেলার পক্ষের লোক খোকসা সরকারি কলেজের প্রভাষক সরাফাত সুলতান বলেন, “জামায়াতের শত শত লোক আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। দোকানে ভাঙচুর ও লুটপাট করেছে। ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি করেছে।”

অনুমতি না থাকার পরও মেলার আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, “এর আগেও মেলা বন্ধের জন্য জামায়াতের লোকজন নানাভাবে চেষ্টা করেছে। কিন্তু পারেনি। এবার তাদের সঙ্গে অনেকে আছে। তাই মনে করেছে, মেলা বন্ধ করবে। প্রশাসনের কাছে মিথ্যা অভিযোগ দিয়েছে।

“এটা শত বছর ধরে চলছে। আমাদের কাছে এই গ্রামীণ মেলাটা করার চ্যালেঞ্জ ছিল। আমরা করেছি।”

স্থানীয় কলা ব্যবসায়ী নাদের শেখ (৬৫) বলেন, “শত বছর ধরে এই মেলা হয়ে আসছে। এবারই দ্যাখলাম এই মেলায় দুইপক্ষের দাবড়া-দাবড়ি। জামায়াতের লোকজন লাঠিসোঁটা নিয়ে কোমর বাঁইধি লাগিছিল। আতঙ্কে ভয়ে সবাই দুকানপাট ফ্যালা থুয়ে পালায় গিছিলো। পরে সবাই দুকানে আইসি দ্যাখে সব মালামাল লুটপাট হয়ে গেছে।”

অভিযোগ অস্বীকার করে উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইন বলেন, “ইসলামবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করতে যাওয়ায় জামায়াতের নেতাকর্মীদের উপর মেলা কমিটির লোকজন হামলা হামলা ও মারধর করেছে।”

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, “শত বছর ধরে চলে আসা এই গ্রামীণ মেলা শুরুর আগে থেকেই একটা উত্তেজনা ছিল। ফলে সেখানে মেলা করার প্রশাসনিক কোনো অনুমোদন ছিল না। সে কারণে মেলা বসানো নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। তার জেরে সংঘর্ষে কয়েকজন আহতও হয়।”

শুক্রবার সকালে তিনি বলেন, “তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ পাইনি। শুনেছি তারা নিজেদের মধ্যে সমঝোতা করে নিয়েছে।”

এ ব্যাপারে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলামের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। ক্ষুদে বার্তা পাঠালেও সাড়া দেননি।

সংবাদচিত্র ডটকম/অপরাধ

টানা তিন দিন ধরে অবস্থান কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা

২৩ মে, ২০২৫, ৯:১১

ঈদে ৩ রুটে বাড়তি ফ্লাইট চালাবে বিমান

২৩ মে, ২০২৫, ৯:০৪

হামলার পর বন্ধ ‘গাজী কালু-চম্পাবতী মেলা’, অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

২৩ মে, ২০২৫, ৮:৫৬

সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

২৩ মে, ২০২৫, ৮:৪৭

‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, একদিনও এদিক-সেদিক হওয়ার সুযোগ নেই’

২৩ মে, ২০২৫, ২:৩১

এনবিআর বিলুপ্তিতে পিছু হটল সরকার, সংশোধন হবে অধ্যাদেশ

২৩ মে, ২০২৫, ২:২৪

গুজবে কান না দেয়ার আহ্বান বাংলাদেশ সেনাবাহিনীর

২৩ মে, ২০২৫, ১:১৭

ইরানে সপ্তাহব্যাপী হামলা চালাতে পারে ইসরায়েল, পুরোদমে চলছে প্রস্তুতি

২২ মে, ২০২৫, ৭:৩৭

ফুটবলকে বিদায় গোলরক্ষক রানার

২২ মে, ২০২৫, ৭:৩২

ভারতের নদীর পানি পাকিস্তান পাবে না : হুঁশিয়ারি মোদির

২২ মে, ২০২৫, ৭:২৬

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জোবাইদা রহমানের নিরাপত্তায় থাকছে যেসব ব্যবস্থা

৫ মে, ২০২৫, ৫:৪৬

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে : নাহিদ ইসলাম

২ মে, ২০২৫, ৭:৪৫

বন্ধ হয়ে গেছে দেশীয় এয়ারলাইন্স নভোএয়ারের ফ্লাইট

২ মে, ২০২৫, ১০:৩৭

স্বাস্থ্যের প্রকল্পে ‘দুর্নীতি’র কারণে সরে গেছে বিশ্বব্যাংক, কাজ অসমাপ্ত

১৩ মে, ২০২৫, ১২:৪৫

ক্রিকেটে অশ্লীলতা : ৬ অভিনেত্রী ও ৩ নির্মাতাকে লিগ্যাল নোটিশ

১৪ মে, ২০২৫, ৬:১৬

ঈদের পর এখনো চালু হয়নি ১১ গার্মেন্টস

২১ এপ্রিল, ২০২৫, ৬:৩৭

২৬৬ সাংবাদিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ

৩ মে, ২০২৫, ৭:৩১

পবিত্র মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু

২ মে, ২০২৫, ৭:৩৬

জোবাইদার ৪ ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি বিএনপির

২ মে, ২০২৫, ১০:৪৭


উপরে