বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে কেবিনে রোগী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের উপস্থিতিতে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় হাসপাতালের সপ্তম তলায় কেবিনে এ রোগী ভর্তির কার্যক্রম শুরু হয়।
একই সঙ্গে হাসপাতালের তৃতীয় তলায় কার্ডিওভাস্কুলার ও স্ট্রোক সেন্টারে হাসপাতালের প্রথম ৫০ জন রোগীর সফলভাবে এনজিওগ্রামসহ স্টেন্টিং বা রিং বসানোর কার্যক্রমের বিষয়ে উপাচার্যকে অবহিত করা হয়। অনুষ্ঠানের শুরুতে শোকাবহ আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। হাসপাতালের সপ্তম তলায় ফিতা কেটে কেবিনে রোগী ভর্তির কার্যক্রম শুরু করেন উপাচার্য।
এ সময় হৃদরোগ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহমান, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আব্দুল্লাহ আল হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদচিত্র ডটকম/স্বাস্থ্য