আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। বার্ধক্যজনিত নানা জটিলতার কারণে কয়েক দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত চার দিন ধরে তিনি হাসপাতালের সিসিইউতে (ICU/Coronary Care Unit) চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক গণমাধ্যমকে জানান, তোফায়েল আহমেদ জীবিত আছেন এবং চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো নয়, তবে মৃত্যুর যে গুজব ছড়িয়েছে তা একেবারেই ভিত্তিহীন।
পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন প্রবীণ এই রাজনীতিক। সাম্প্রতিক সময়ে জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
৮১ বছর বয়সী তোফায়েল আহমেদ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সংসদ সদস্য ছিলেন বহু মেয়াদে।
পরিবার ও সহকর্মীরা সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
সংবাদচিত্র ডটকম/রাজনীতি