ইব্রাহিম কার্ডিয়াকে মারামারি ঘটনায় একটি বেসরকারি টিভিতে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বক্তব্য দিয়েছেন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিন নিপা। তার মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
তিনি বলেন, ‘সানজিদার সঙ্গে আমার কোনো কথা হয়নি। সানজিদা এ রকম স্টেটমেন্ট দিয়ে ঠিক করেনি।
কারণ পুলিশের অনুমতি ছাড়া সে এ রকম বক্তব্য দিতে পারে না।’
মঙ্গলবার রাতে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে আমাদের মনে হয়েছে এডিসি হারুন এবং ইন্সপেক্টর মোস্তফা বাড়াবাড়ি করেছে; আইনের ব্যত্যয় ঘটেছে। তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি।
তারপরে আমি একটা তদন্ত কমিটি গঠন করেছি। সেই তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার পর কার কতটুকু দোষ, সেই হিসাব করে বিভাগীয় ব্যবস্থা বা অন্য যে কোনো ব্যবস্থা নেওয়া হবে।’
সংবাদচিত্র ডটকম/ডিএমপি