ধর্মীয় ভাব গাম্ভির্য্য পরিবেশে সাংবাদিক নেতা মাসুদ ঢালীর মা-জননীর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত হয়। গতকাল শনিবার নারায়ণগঞ্জ শহরের বহুল প্রচারিত স্বনামধন্য কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসায় ফজর নামাজের পর সকালে কোরআন খতম পড়ানো হয়। তারপর দুপুরে জোহর নামাজের পর মাসুদ ঢালীর বাবা-মার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ-মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই সময়ে সরকারী অন্য কাজে ব্যস্ত থাকার কারণে মাননীয় সংসদ সদস্য শামীম ওসমান উপস্থিত হতে পারেন নাই। মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি ও মরহুমাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র মাদ্রাসার বড় হুজুর মাওলানা হাফেজ হাবিবুর রহমান ছাহেব। দোয়া মাহফিল শেষে মাদ্রাসার ছাত্র ও উপস্থিত লোকজনের সাথে তোবারক বিতরণ করা হয়। ঢালী পরিবারের পক্ষ থেকে পরিবারের জ্যেষ্ঠ সন্তান বিশিষ্ট টিভি মিডিয়া ব্যক্তিত্ব জিএম মাসুদ ঢালী এই অনুষ্ঠানের আয়োজন করেন।
সংবাদচিত্র ডটকম/সংবাদ বিজ্ঞপ্তি