শুক্রবার, ৯ মে ২০২৫ , ২৬ বৈশাখ ১৪৩২

শিরোনামঃ

  1. প্রচ্ছদ
  2. ইসলাম ও ধর্ম
  3. সন্তানের জন্য চার চুমু !

সন্তানের জন্য চার চুমু !

আমরা প্রতিদিন আদরের সন্তানদের চুমু ও স্পর্শের মাধ্যমে তাদেরকে মানসিকভাবে অনেক সমৃদ্ধ করে তুলতে পারি। তাদেরকে প্রেরণা জোগাতে পারি। তাদের মনোবল বাড়িয়ে তুলতে পারি। তাদের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে পারি। তাদের মনে নিরাপত্তাবোধ সৃষ্টি করতে পারি। এটা করতে পারি অত্যন্ত সহজে। শুধু চুমু আর হাতের স্পর্শ দিয়েই বিরাট কিছু অর্জন করে ফেলা সম্ভব।

চার চুমু: সন্তানকে প্রতিদিন কমপক্ষে চারটা আদরের চুমু খেতে পারি। প্রতিটি চুমুর জন্য আলাদা স্থান আছে। প্রতিটি চুমুর স্বতন্ত্র মনস্তাত্ত্বিক উপকারিতা আছে।

১) গর্ব গৌরবের চুমু:
স্থান: মাথার তালুতে। চুলের ওপরই।
অর্থবার্তা: আব্বু/আম্মু! আমি তোমাকে নিয়ে গর্বিত। তুমি আমার কাছে সম্মানের। তোমাকে সন্তান হিসেবে পেয়ে আমি গর্বিত।

উপকারিতা: এই চুমু শিশুকে/সন্তানকে ভালোকাজের প্রতি উৎসাহী করে তুলবে। সন্তানের মধ্যে নেকআমলের প্রতি মহব্বত সৃষ্টি হবে।

২) সন্তুষ্টির চুমু:
স্থান: কপাল। দুই চোখের মাঝে।
অর্থবার্তা: আমি তোমার প্রতি সন্তুষ্ট। তোমাকে সন্তান হিসেবে পেয়ে আমি খুশি। তুমি আমার আদরের। নবীজি (সা.) ফাতিমা (রা.)-এর সঙ্গে দেখা হলে তার কপালে চুমু খেতেন।

৩) আগ্রহের চুমু:
স্থান: গণ্ডদ্বয় (গাল)। অর্থবার্তা— তোমার প্রতি আমি তীব্র আগ্রহ বোধ করছি। আমি তোমাকে অনেক স্নেহ করি।

সতর্কীকরণ: সন্তান একেবারে ছোট হলে, গালে চুমু দেয়া যেতে পারে। আর সাধারণের জন্য সন্তান একেবারে ছোট হলেও ঠোঁটে চুমু দেয়া এড়িয়ে যাওয়াই ভালো। এটা না জায়েজ নয়। নবীজি (সা.) হাসান (রা.)-এর ঠোঁটে চুমু খেয়েছেন।

৪) মহব্বতের চুমু, সম্মানের চুমু:
স্থান: দুইহাত। হাতের তালু বা উপরিভাগ।
অর্থবার্তা: আমি তোমাকে মহব্বত করি। তুমি আমার সন্তান হলেও আমি তোমাকে সম্মান করি। কদর করি। তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। নবীজি (সা.) ফাতিমা (রা.)-এর সঙ্গে দেখা হলে, তার হাত ধরতেন।

ছয় স্পর্শ: সন্তানকে স্পর্শ করার গভীর তাৎপর্য আছে। দয়া, স্নেহ, মমতা, মহব্বত প্রকাশ পায়।

১) মহব্বতের স্পর্শ:
স্থান: হাত দিয়ে সন্তানের মাথার পেছনে স্পর্শ করা।
অর্থবার্তা: সন্তান মনে করে, আব্বু/আম্মু আমার প্রতি স্নেহশীল। আমার প্রতি মমতাময়। সন্তান এগিয়ে যাওয়ার প্রেরণা পায়।

২) অভয়ের স্পর্শ, গর্বের স্পর্শ:
স্থান: মাথার উপরিভাগ।
অর্থবার্তা: সন্তান অভয় পায়। নিরাপদ বোধ করে। প্রেরণা লাভ করে।

৩) প্রেরণার স্পর্শ:
স্থান: কপালে হাত রাখা।
অর্থবার্তা: মা-বাবার এই স্পর্শ সন্তানের মনে ইতিবাচক শক্তি সৃষ্টি করে।

৪) মহব্বত-স্নেহের স্পর্শ:
স্থান: দুই হাত সন্তানের গালের ওপর বোলানো।
অর্থবার্তা: সন্তান মা-বাবার গভীর আগ্রহ আর মহব্বত অনুভব করে।

৫) অভয়ের স্পর্শ:
স্থান: সন্তানের দুইহাত নিজের দুইহাতে জড়িয়ে ধরা। সন্তানের একহাত নিজের হাতের কব্জায় নেয়া।

অর্থবার্তা: সন্তানের মনে থাকা অস্থিরতা দূর হবে। ক্রোধ প্রশমিত হবে। উত্তেজনা দূর হবে।

স্বাভাবিক পরিস্থিতিতে স্পর্শটা নিছক আদর-যত্নের জন্য হলেও, কখনো কখনো স্পর্শ করাটা ভীষণ জরুরি হয়ে পড়ে। সন্তান উত্তেজিত হয়ে পড়লে, রাগান্বিত হয়ে পড়লে, গুনাহমুখি হয়ে পড়লে, নেতিবাচক প্রবণতার দিকে ধাবিত হলে মা-বাবার স্পর্শটা বেশিরভাগ সময়ই খুবই কাজের হয়।

৬) সুরক্ষাদায়ক স্পর্শ:
স্থান: ছেলে সন্তানের বুক-সীনা।
অর্থবার্তা: ছেলেসন্তান হলে, মানসিক অস্থিরতা, উত্তেজনা, ক্রোধের সময় তার সীনায় হাত রাখা যেতে পারে। তার বুকে হাত বোলালে বেশ কাজ হয়। মা-বাবা বিশেষ করে বাবার স্পর্শ বুকে লাগার সঙ্গে সঙ্গে সন্তানের মনে এক ধরনের প্রশান্তি, স্থিরতা ছেয়ে যেতে থাকে। শয়তানের ওয়াসওয়াসা-কুমন্ত্রণার প্রভাব দূর হতে থাকে।

পদ্ধতি: এ সময় মুখে সন্তানকে নসিহা করার পাশাপাশি, মনে মনে দোয়াও করা যেতে পারে। ভঙ্গিটা আন্তরিক আর মমতামাখা হওয়া জরুরি। রব্বে কারিম কবুল করুন।

সংবাদচিত্র ডটকম/ইসলাম ও ধর্ম

নানান নাটকীয়তার পর নারায়ণগঞ্জে আইভি গ্রেপ্তার

৯ মে, ২০২৫, ৯:৫৮

আবদুল হামিদের দেশত্যাগে জড়িতদের ধরা হবে, না হলে আমিই চলে যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা

৯ মে, ২০২৫, ৯:৫২

জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ

৯ মে, ২০২৫, ১২:০৯

সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা চতুর্থ দফায় বাড়ল

৯ মে, ২০২৫, ১২:০৫

এমন কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে: সরকারকে সতর্ক করলেন ফখরুল

৮ মে, ২০২৫, ১১:৫৭

ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের

৮ মে, ২০২৫, ১১:৫৪

ঢাকার সিগন্যালে বসছে এআই, অযথা হর্ন বাজালেই শাস্তি

৮ মে, ২০২৫, ৫:৫১

রমনা বটমূলে বোমা হামলা: হাই কোর্টে রায় পড়া শুরু

৮ মে, ২০২৫, ৫:৪৩

শহীদদের প্রতি ফোটা রক্ত বিবেচনায় নেয়া হবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৮ মে, ২০২৫, ৫:৪১

পহেলগাম হামলা থেকে ‘অপারেশন সিন্দুর’ ঘটনাক্রম যেভাবে এগিয়েছে

৮ মে, ২০২৫, ৫:৩৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে : নাহিদ ইসলাম

২ মে, ২০২৫, ৭:৪৫

বন্ধ হয়ে গেছে দেশীয় এয়ারলাইন্স নভোএয়ারের ফ্লাইট

২ মে, ২০২৫, ১০:৩৭

জোবাইদা রহমানের নিরাপত্তায় থাকছে যেসব ব্যবস্থা

৫ মে, ২০২৫, ৫:৪৬

জোবাইদার ৪ ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি বিএনপির

২ মে, ২০২৫, ১০:৪৭

দুর্নীতি করে অঢেল টাকার মালিক কে এই ‘আলাউদ্দিন মোল্লা’?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:৩০

ঈদের পর এখনো চালু হয়নি ১১ গার্মেন্টস

২১ এপ্রিল, ২০২৫, ৬:৩৭

পবিত্র মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু

২ মে, ২০২৫, ৭:৩৬

বেনজীরের বিরুদ্ধে বোট ক্লাবের ৩২ কোটি টাকা লোপাটের অভিযোগ

১৮ এপ্রিল, ২০২৫, ৮:৩৯

আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় হেফাজতও

৩ মে, ২০২৫, ৭:১৫


উপরে