বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক ও পরিবহন ব্যবসায়ী মো. মোয়াজ্জেম হোসেন খান-এর ১০ম মৃত্যু বার্ষিকী আজ। ২০১৩ সালের এই দিনে তিনি মাত্র ৬৮ বছর বয়সে পরলোক গমন করেন
মোয়াজ্জেম হোসেন খান চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন উত্তর পাঁচআনী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার জীবদ্দশায় অসংখ্য স্কুল, মাদ্রাসা, মসজিদ পরিচালনা পর্ষদে জড়িত ছিলেন। ব্যক্তি জীবনে একজন সৎ, ন্যায় পরায়ন ধর্মানুরাগী ছিলেন। সমাজ উন্নয়নেও তিনি নানামুখী ভূমিকা রেখে গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সংবাদচিত্র সম্পাদক রেজাউল করিম রেজা সকলের কাছ তার বাবার জন্য দোয়া প্রার্থনা করেছেন। মহান আল্লাহ যেন তাঁর জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন। তিনি যেন জান্নাত লাভ করেন।
সংবাদচিত্র ডটকম/স্মরণীয় বরণীয়