শ্রমিক বিক্ষোভের মুখে সাভার, আশুলিয়া, গাজীপুরে ১১৪ কারখানা বন্ধ - সংবাদচিত্র ডটকম/songbadchitro.com
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১

শিরোনামঃ

  1. প্রচ্ছদ
  2. সারাদেশ ঢাকা ঢাকা
  3. শ্রমিক বিক্ষোভের মুখে সাভার, আশুলিয়া, গাজীপুরে ১১৪ কারখানা বন্ধ

শ্রমিক বিক্ষোভের মুখে সাভার, আশুলিয়া, গাজীপুরে ১১৪ কারখানা বন্ধ

সংবাদচিত্র ফটো

চলমান শ্রমিক অসন্তোষের জেরে আজ (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত সাভার, আশুলিয়া ও গাজীপুরে মোট ১১৪টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ সূত্র। এরমধ্যে সাভার, আশুলিয়া, গাজীপুর মিলিয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারায় মোট ৫৪টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।

স্ব-বেতনে (লিভ উইথ পে) ছুটি রয়েছে ৬০টি কারখানা। এছাড়া, সারাদেশে খোলা কারখানার সংখ্যা ২,০২৮টি এবং কারখানা খোলার রাখা সত্ত্বেও কাজ বন্ধ আছে ২টি।

সূত্র আরও জানায়- ১,৩০৯টি কারখানা (৬১.০৫ শতাংশ) শ্রমিকদের আগস্ট মাসের বেতন পরিশোধ করেছে।

এদিকে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা অনুযায়ী- শারমিন গ্রুপ, অনন্ত গ্রুপ, মন্ডল, লুসাকা গ্রুপসহ অন্তত ২২টি গ্রুপ/কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য তাদের কারখানা বন্ধ ঘোষণা করেছে। গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ও আজ সকালে কারখানাগুলোর সামনে এ সংক্রান্ত নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়।

এছাড়া, আজ বুধবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত আশুলিয়ায় খোলা ছিল, কিন্তু বিভিন্ন দাবিতে শ্রমিকরা কাজ না করায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে, এমন কারখানার সংখ্যা অন্তত ৮টি। বেলা বাড়ার সাথে সাথে এই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা শিল্প সংশ্লিষ্টদের।

বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, “শিল্পাঞ্চলের কোথায় কোনো সহিংসতার ঘটনা নেই। যারা পারছেন, কারখানা চালাচ্ছেন- যারা পারছেন না, ছুটি দিয়ে দিচ্ছেন।”

২২টি কারখানা কর্তৃপক্ষ ১৩ (১) ধারায় আজ কারখানা বন্ধ ঘোষণা করেছে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, বেতনভাতার দাবিতে আজও চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রেখেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা

বুধবার (১১ সেপ্টেবর) সকাল ৮টা থেকে গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেতন-ভাতার দাবিতে সড়কে অবস্থান নেন তারা। গতকালও বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১৩ (১) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বে-আইনী ধর্মঘটের কারণে মালিক উক্ত শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারেন। এক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।

একাধিক শ্রমিক জানান, সকালে তারা কারখানাগুলোতে গিয়ে কারখানার সামনে বন্ধের নোটিশ পেয়ে ফিরে আসেন। শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধের বিষয়ে তাদের কাছে কোনো পূর্বতথ্য ছিল না।

যদিও পোশাক খাতের একটি শিল্প গ্রুপের শীর্ষ এক কর্মকর্তা বলেন, “১৩ (১) ধারায় বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর এই সংখ্যা বাস্তবিক অর্থে আরও অনেক বেশি হবে। কারণ একেকটি গ্রুপের অনেকগুলো করে কারখানা আছে।”

তিনি জানান, বন্ধ ঘোষণা করা কারখানাগুলো মূলত বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো এলাকার উভয় পাশে, জিরাবো টু বিশমাইল সড়ক এবং কাঠগড়া অঞ্চলে অবস্থিত।

এই কর্মকর্তা আরও বলেন, “বিকল্প আর কোনো পথ খোলা ছিল না মালিকপক্ষের সামনে। সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে কারখানা চালু রাখার। কিন্তু পরিশেষে শিল্পের সাধারণ নিরীহ শ্রমিক ও সম্পদ রক্ষায় গতকাল মালিকপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।”

খাত সংশ্লিষ্টদের একটি সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ শুরুর পর পরিস্থিতি ঘোলাটে হলে অনেক মালিকই ১৩ (১) ধারায় কারখানা বন্ধের দাবি তুলেছিলেন। বিজিএমইএ’র সভায়ও এই দাবি তোলা হয়েছিল। কিন্তু সামগ্রিকভাবে শ্রমিকদের এবং শিল্পের স্বার্থ চিন্তা করে সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি।
গতকাল পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণের পর, বিভিন্ন গ্রুপ/কারখানার মালিকপক্ষ নিজেরাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

সংবাদচিত্র ডটকম/সারাদেশ

শেয়ার করুনঃ

‘সাংবাদিকসহ জুলাই হত্যাকাণ্ডের উস্কানিদাতা কেউই রেহাই পাবে না’

১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৪০

সনাতন ধর্মাবলম্বীসহ সকল সংখ্যালঘু আমাদের আমানত: মির্জা ফখরুল

১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৭

ভাসানী বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য আনোয়ারুল আজিম

১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৩

রূপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৩

আনসারের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫৬

ছাত্রদল নেতার গুদামে সাড়ে ১৭ লাখ টাকার অবৈধ মালামাল

১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫৪

সাবেক তিন সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫১

১০০ কোটি টাকা নিয়ে জুলাই শহীদ ফাউন্ডেশনের যাত্রা শুরু

১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৯:০১

শীর্ষ সন্ত্রাসী-জঙ্গিসহ ৪৩ জনের জামিন, পলাতক ৯০০’র বেশি আসামি

১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫৮

কলকাতা পুলিশের নতুন কমিশনার মনোজ কুমার ভার্মা

১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪৮

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

৮ মে, ২০২১, ৪:৫৩

চেলসির সঙ্গে ড্র, ফাইনালের পথ কঠিন হলো রিয়ালের

২৮ এপ্রিল, ২০২১, ৬:৫৩

রুদ্ধশ্বাস ম্যাচে দিল্লিকে হারিয়ে শীর্ষে কোহলিরা

২৮ এপ্রিল, ২০২১, ৬:৫১

আরও ২/৩ দিন হাসপাতালে থাকতে হবে খালেদা জিয়াকে

২৮ এপ্রিল, ২০২১, ৬:৪৩

খাদ্যের সঙ্গে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতেও কাজ হচ্ছে: প্রধানমন্ত্রী

২২ মে, ২০২১, ১০:০৭

পপ সম্রাটের বিরদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রত্যাখান

২৮ এপ্রিল, ২০২১, ৬:৪০

ইউনেসকোর প্রেস ফ্রিডম পুরস্কার জিতলেন মারিয়া রেসা

২৮ এপ্রিল, ২০২১, ৬:৩৮

দিরাইয়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু, আহত ৩

২৮ এপ্রিল, ২০২১, ৬:৩৭

রাজধানীতে অভিযানে গ্রেফতার ৩০

২৮ এপ্রিল, ২০২১, ৬:৩৬

ওবায়দুল কাদের আপনি রেহাই পাবেন না: কাদের মির্জা

২৮ এপ্রিল, ২০২১, ৬:৩৩


উপরে