রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের বাকি আর মাত্র চার দিন। পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে নগরীর অলিগলি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের মন জয়ে করতে চালাচ্ছেন জোর প্রচারণা। দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। তবে ভোটাররা সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান।
নির্বাচনে মাইকিং আর গানে গানে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা। এবার নারী ও তরুণ ভোটারদের বেশি টার্গেট তাদের।
সিটি নির্বাচনে মেয়র পদে ৯, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৭ ও সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন প্রার্থী নিজ নিজ মার্কা নিয়ে প্রচারণা চালাচ্ছেন। ৩৩টি ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।
আগামী ২৭ ডিসেম্বর, ইভিএমের মাধ্যমে ২২৯টি কেন্দ্রে ভোট হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সংবাদচিত্র ডটকম/রংপুর সিটি কর্পোরেশন