শিবুকান্তি দাশ একজন নিষ্ঠাবান সফল লেখক। তিনি পেশায় একজন সাংবাদিক। প্রায় চার দশ ধরে লিখে চলেছেন। শিশু কিশোরদের জন্য তার লেখা ছড়া, কিশোর কবিতা,ছোট গল্প,উপন্যাস ,প্রবন্ধ গুলো অনবদ্য। শিশুসাহিত্যের সব শাখায় তার অবাধ বিচরণ।
সহজ সরল বাক্যে তার প্রতিটা লেখা পাঠককে আনন্দ দেয়। লেখালেখির জন্য তিনি পেয়েছেন ‘ বাংলাদেশ শিশু একাডেমি-অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার সহ নানা পুরস্কার ও সম্মাননা। ২০২৫ এর অমর একুশে গ্রন্থমেলায় এবারে শিবুকান্তি দাশের ছোট গল্পের বই ‘বিজ্ঞানী দাদু ও গোয়েন্দা অপু’ নিয়ে এসেছে ছোটদের জনপ্রিয় প্রকাশনা সংস্থা ‘শিশুপ্রকাশ’।
বইটিতে মোট ১৮ টি মজার মজার গল্প রয়েছে। বইটির নামের মধ্যে গল্পের একটা মজার মেজাজ রয়েছে। বিজ্ঞানী দাদু ও গোয়েন্দা অপু’ মানে এখানে বিজ্ঞানের যেমন রহস্য রয়েছে তেমনী গোয়েন্দা অপু মানে কিশোর তরুণদের ভালো লাগার গল্পের গন্ধ পাওয়া যায়। পুরো বইটিতে মজা আর মজা। তিন বন্ধুর অভিযান গল্পের কথায় বলি না,তিন বন্ধু মামার বাড়িতে বেড়াতে গিয়ে জানতে পারে এক জঙ্গলময় পুকুর ঘিরে রহস্য। প্রতি রাতে পুকুর পাড়ের পাশ দিয়ে যাওয়া রাস্তা দিয়ে কেউ যাতায়াত করতে গেলেই বিপদ সামনে এসে দাঁড়াবেই। সেই ভয়ে পুরো গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটান। সেই রহস্য উদঘাটনে তিন বন্ধুর অভিযান সাহসিকতার পরিচয় মেলে। রাতারাতি গ্রামের মানুষের কাছে হিরো বনে যায় মিন্টু ও গিট্টু। বিজ্ঞানী দাদু গল্পে এক স্কুল পড়–য়া কিশোর শোভন একদিন স্কুল থেকেই হারিয়ে যায় মূহুর্তে। সেই রহস্যের মূলে দেখা যায় এলিয়েন।
অন্য গ্রহের এক বিজ্ঞানী আমাদের পৃথিবীতে আসে গবেষণার কাজে। হারিয়ে যাওয়া শোভনের কাছ থেকে বিজ্ঞানী তার গবেষণার তথ্য জেনে আবার তাকে স্কুলে পৌছে দেয়। এ ঘটনা নিয়ে চারদিকে সে কি উত্তেজনা। ‘লাল পাহাড়ের গুহা’ গল্পেও তিন বন্ধুর অভিযান। তারা রাতের অন্ধকারে লাল পাহাড়ে পৌছে যায় গুহার সন্ধানে। সেখানে ডাকাত দলের সাথে সে কি যুদ্ধ। ভাগ্যক্রমে তারা বেঁচে যায়।
আবার সাদাপরির গল্পটিও মজা আর মজা। পরির দল একদিন এক গ্রামের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় হারিয়ে যায় সাদাপরির ছোট্ট এক বাচ্চা পরি। সেই পরির সাথে শাওনের বন্ধত্ব হয়ে যায়। পরীক্ষার আগে তেমন পড়াশোনা না করেও শাওন সবাইকে অবাক করে দিয়ে সবোচ্চ নম্বার পেয়ে প্রথম হয়ে যাওয়ার ঘটনা পুরো স্কুল এমন কি গ্রামে রহস্যময় ঘটনা হয়ে দাঁড়ায়। কী করে তা সম্ভব, সে এক মজার গল্প।
এমন মজার মজার সব ঘটনায় ভরা শিবুকান্তি দাশের ‘বিজ্ঞানী দাদু ও গোয়েন্দা অপু’ গল্পের বইটি। যে সব স্কুল পড়–য়া কিশোর তরুণ বন্ধুরা মজার মজার গল্প পড়তে ভালোবাসে তাদের জন্য এবারের মেলায় সেরা গল্পের বই হতে পারে এই বইটি। কারণ মেলার শুরু থেকেই স্কুল পড়–য়া কিশোর তরুণরা হাতে হাতে নিয়ে ফিরছে এই বই। ফুরিয়ে যাওয়ার আগে সবাই সংগ্রহ করে নাও আর পড়তে বসে যাও মজার সব গল্প। বইটির মূল্য রাখা হয়েছে মাত্র ২০০/- টাকা। প্রচ্ছদ করেছেন,খ্যাতিমান শিল্পী মোমিন উদ্দিন খালেদ। বইটি মেলার সোহরাওয়ার্দী মাঠে শিশু চত্বরে, শিশুপ্রকাশ এর ষ্টল নং ৯৪৭ ও আদিগন্ত প্রকাশন ৯৩৮/৩৯ নং ষ্টলেও পাওয়া যাচ্ছে।
সংবাদচিত্র ডটকম/শিল্প ও সাহিত্য