রবিবার, ১১ মে ২০২৫ , ২৮ বৈশাখ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. অপরাধ রাজধানী
  3. শাহ কামাল তুহিনের হত্যাকারীদের বিচারের দাবিতে মুন্সীগঞ্জবাসীর সংবাদ সম্মেলন

শাহ কামাল তুহিনের হত্যাকারীদের বিচারের দাবিতে মুন্সীগঞ্জবাসীর সংবাদ সম্মেলন

তরুন মেধাবী ছাত্র শাহ কামাল তুহিনের হত্যাকারী আজাহার ও তার সহযোগীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে মুন্সীগঞ্জবাসী।

আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে মওলানা আকরাম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত তুহিনের পিতা মোঃ শাহ আলম সরকার ওরফে আলমগীর সরকার, তুহিনের মা বিউটি বেগম, মামা আরিফুর রহমান মিলন ও মোল্লাকান্দি ইউনিযনের চেযারম্যান রিপন পাটোয়ারী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরহাদ খান সহ প্রমুখ।

সংবাদ সম্মেলনে নিহত শাহ কামাল তুহিনের পিতা মোঃ আলম সরকার (আলমগীর সরকার) জানান, ১৩ মার্চ ২০২৩ সন্ধ্যায় তার ছেলে শাহ কামাল তুহিন (২৫), ভাতিজা ফাহাদ (২৮) ও তার নাতী সবুজ (৩১) বেড়াতে যাওয়ার পথে ডিসি উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনের পিছনে পৌছালে পূর্ব শত্রুতার জেরে আজাহারের নির্দেশে ২৫ জন একযোগে শাহ কামাল তুহিনকে সশস্ত্র আক্রমণ করে। আজাহার ও তাঁর সহযোগীরা পূর্ব-পরিকল্পিতভাবে হত্যাকান্ড সংঘঠিত করার উদ্দেশ্যে রামদা, লোহার রড, চাইনিজ কুড়াল, চাঁপাতি, বাঁশের লাঠি, কাঠের ডাসা ও ককটেলসহ দেশীয় অস্ত্রে সজ্জীত হয়ে শাহ কামাল তুহিনের ওপর আক্রমন করে। এসময় তুহিনের শরীরের বিভিন্ন অংশ ও মাথা গুরুতর জখম হয়।

তিনি জানান, ‘সন্ত্রাসীদের উপর্যুপরি আক্রমণ ও আঘাতের এক পর্যায়ে শাহ কামাল তুহিন মাটিতে লুটিয়ে পরে। জিয়া সরদার, শওকত দেওয়ান (মোক্তার হোসেন দেওযান), কামাল কাজী, রানা, অনিক, দরবার খান, নুরুদ্দিন, আইনুদ্দিন খান আমার ছেলে শাহ কামাল খান তুহিনের পিঠে, গলায় পেটে পারা দিয়া নাচতে থাকে। আমার ছেলে শাহ কামাল আক্রমণকারীদের কাছ থেকে ছুটে যাওযার চেষ্টা করলে আমানুউল্লাহ ও রহমত উল্লাহ তার পথরোধ করে রাখে এবং অন্য আরো সহযোগীরা আমার ছেলেকে বাচাঁতে আসলে ভাতিজা ফাহাদ ও নাতী সবুজকে এলোপাথাড়ী কিল ঘুষি ও লাথি মারিয়া তাদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।’

উল্লেখিত সন্ত্রাসীদের আক্রমনে তুহিন মারা গেছে মনে যাওয়ার সময় হে হুল্লোড় করিয়া নাচতে থাকে এবং বীরদর্পে ঘটনা স্থল ত্যাগ করে।

এরপর তুহিনকে স্থানীয় লোকজনের সহায়তায় ও ভাতিজা ফাহাদ, নাতী সবুজ উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির জন্য রেফার্ড করলে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় সেখান থেকে আবার ল্যাব এইড হাসপাতালে প্রেরণ করা হয়। ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১৪ মার্চ দুপুরে শাহ কামাল তুহিন মৃত্যুবরণ করে।

পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরে গত ১৮ মার্চ ২৫ জনের নামে মামলা হয়। পরবর্তী সময় আসামীরা হাইকোর্ট থেকে ৪ মাসের জামিন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদীকে হুমকি দিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে মোল্লা কান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরহাদ খান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিপন পাটোয়ারী বলেন, আজাহার ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। তাদের বিরুদ্ধে ১৭-১৮ টি মামলা থাকার পরেও তারা স্বাধীনভাবে এলাকায় চলাচল করে।

নিহত তুহিনের মামা আরিফুর রহমান মিলন বলেন, মেধাবী ছাত্র শাহ কামাল তুহিন নিরীহ প্রকৃতির ছেলে ছিল এবং ইটালি চলে যাবার ভিসাও হয়েছিল, কিন্তু দূঃখজনক তার আগেই সন্ত্রাসী হামলার শিকার হয়ে পৃথিবী থেকে বিদায় নিল।

সংবাদ সম্মেলনে মুন্সীগঞ্জবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির দৃষ্টি আকর্ষণ করে এলাকায় সকল প্রকার সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ ও হত্যাকারী আজাহার ও তার সহযোগীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সংবাদচিত্র ডটকম/অপরাধ

শুভ বুদ্ধ পূর্ণিমা আজ

১১ মে, ২০২৫, ১১:১৭

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

১১ মে, ২০২৫, ১২:২৮

যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান: ট্রাম্প

১১ মে, ২০২৫, ১২:২১

রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়: গয়েশ্বর

১০ মে, ২০২৫, ১১:৫৯

শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মোদি

১০ মে, ২০২৫, ৫:১৮

চাপে পড়ে আন্দোলন প্রত্যাহারের ডাক হাসনাতের

১০ মে, ২০২৫, ৫:১৩

আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় মুস্তাফা জামান আব্বাসী

১০ মে, ২০২৫, ৫:০৭

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা হলো না বাংলাদেশ ‘এ’ দলের

১০ মে, ২০২৫, ৫:০১

৬০ ছুঁই ছুঁই আমির, সালমান, শাহরুখের বয়স; বলিউডের কি এখন নতুন তারকা প্রয়োজন?

১০ মে, ২০২৫, ৪:৫০

ভারতের উত্তেজনার মধ্যে নতুন বিপদ, পাকিস্তান ভেঙে স্বাধীন বেলুচিস্তান

১০ মে, ২০২৫, ৪:২৯

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জোবাইদা রহমানের নিরাপত্তায় থাকছে যেসব ব্যবস্থা

৫ মে, ২০২৫, ৫:৪৬

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে : নাহিদ ইসলাম

২ মে, ২০২৫, ৭:৪৫

বন্ধ হয়ে গেছে দেশীয় এয়ারলাইন্স নভোএয়ারের ফ্লাইট

২ মে, ২০২৫, ১০:৩৭

ঈদের পর এখনো চালু হয়নি ১১ গার্মেন্টস

২১ এপ্রিল, ২০২৫, ৬:৩৭

জোবাইদার ৪ ধরনের নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি বিএনপির

২ মে, ২০২৫, ১০:৪৭

২৬৬ সাংবাদিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ

৩ মে, ২০২৫, ৭:৩১

দুর্নীতি করে অঢেল টাকার মালিক কে এই ‘আলাউদ্দিন মোল্লা’?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:৩০

পবিত্র মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু

২ মে, ২০২৫, ৭:৩৬

ঢাকার সিগন্যালে বসছে এআই, অযথা হর্ন বাজালেই শাস্তি

৮ মে, ২০২৫, ৫:৫১


উপরে