বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ আগামী শুক্রবার ১২ মে বাংলাদেশে মুক্তি পাচ্ছে। সিনেমাটি মুক্তির জন্য মন্ত্রণালয়ের অনুমতি, সেন্সর ছাড়পত্রসহ সব প্রক্রিয়া শেষ হয়েছে। মুক্তির আগে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে অগ্রিম টিকেট বিক্রিও শুরু হয়েছে।
সিনেমা হল মালিকদের দীর্ঘদিনের চাওয়া হিন্দি সিনেমা আমদানি। ‘পাঠান’ মুক্তির মাধ্যমে সেই চাওয়া পূরণ হতে যাচ্ছে। ঢাকার স্টার সিনেপ্লেক্স, মধুমিতা, লায়ন; মানিকগঞ্জের নবীন; বগুড়ার মধুবনসহ দেশের অনেক প্রেক্ষাগৃহে ইতোমধ্যে পাঠানের পোস্টার টানানো হয়েছে।
পাঠান সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন বলেন, ‘পাঠান সিনেমাটি সারাদেশের ৩৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। নিজস্ব সার্ভারের আওতায় পাঠান মুক্তি দেওয়া হচ্ছে; ই-টিকেটিং ও বক্স অফিস। এতে সহজেই বোঝা যাবে পাঠান কত টাকা আয় করবে। গতকাল থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। এর মধ্যে কয়েকটি শো’র টিকিট শেষ হয়ে গেছে।’
সাপটা চুক্তির আওতায় শর্ত সাপেক্ষে আগামী দুই বছরের জন্য বিদেশী ছবির আমদানীর অনুমোদন দেন সরকার। এর প্রেক্ষিতে পাঠান মুক্তি হচ্ছে। পর্যায়ক্রমে আরো ছবি দেশে মুক্তি পাবে এবং বাংলাদেশের ছবি ভারতে মুক্তি পাবে।
বলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস প্রযোজিত পাঠান ছবিতে পাঠানের ভূমিকায় অভিনয় করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। সহ অভিনেত্রী দ্বীপিকা পাড়কোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া ও আশুতোষ রানা প্রমুখ। অতিথি চরিত্রে আরেক জনপ্রিয় নায়ক সালমান খান। পাঠান মুক্তির পর থেকেই দেশে নানা আলোচনায় ছিল পাঠান। পাঠান ও দেশের সিনেমা ব্যবসার সাফল্য কামনা রইল।
সংবাদচিত্র ডটকম/ঢালিউড