বিদেশী রাষ্ট্রদূতদের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহারকে, সরকারের দায়িত্বজ্ঞানহীন কাজ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘ছয় রাষ্ট্রদূতের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত… এটা আমার কাছে দুইটা জিনিস মনে হয়। একটা হচ্ছে, একটা চরম দায়িত্বহীনতা। কারণ এগুলোর ফলে যে আন্তর্জাতিক একটা সমস্যার সৃষ্টি হবে সেই সমস্যাটা বাংলাদেশের জনগণকেই কিন্তু এটা ভোগ করতে হবে। ফলে এই সিদ্ধান্ত দায়িত্বহীনতা ছাড়া আমি কিছুই মনে করি না।’
তিনি আরও বলেন, ‘এটা তো দীর্ঘকাল ধরে তারা (রাষ্ট্রদূতরা) এই প্রটোকল পেয়ে আসছেন। হঠাৎ করে সেই প্রটোকলকে বাতিল করে দেয়ার অর্থটাই হচ্ছে যে, সামথিং ইজ ভেরি রং উইথ দিজ কান্ট্রিজ।’
এসময় নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্বাচনকালীন সরকার নিয়ে বক্তব্যের প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না।
এদিকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঠিক করতে বিভিন্ন অঙ্গসংগঠনের সাথে যৌথসভা করে বিএনপি। সভা শেষে ১৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।
সংবাদচিত্র ডটকম/রাজনীতি