অনুমতি ছাড়া নির্মাণাধীন বিশালাকৃতির ভবন গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রবিবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরখানের মাদারবাড়ী বালুর মাঠ এলাকায় এ অভিযান চালানো হয়। এছাড়া আরও বেশ কয়েকটি স্থাপনা ভেঙে দিয়েছে রাজউক।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার জানান, এসব নিয়ম বহির্ভূত স্থাপনার বিষয়ে আগেও নোটিশ দেয়া হয়েছে তাতে কোনো কাজ হয়নি। তাই ভেঙে দেয়া হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজউকের অনমুতি ছাড়া ব্যক্তি মালিকানাধীন জমিতেই নির্মাণ করায় ভবনটি ভেঙে দেয়া হয়। অনুমতি ছাড়াই ভবন নির্মাণের কথা ভবন মালিকদের পক্ষ থেকে স্বীকার করা হয়। গেল সরকারের সময় এসব অভিযানে রাজনৈতিক নেতাদের বাধা থাকলেও এখন নির্বিঘ্নেই অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে বলেও জানান তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, রাজধানীর সকল অবৈধ ভবনগুলোর বিরুদ্ধেই রাজউক মাঠে নামবে। এবিষয়ে কাউকেই ছাড় দিবে না রাজউক।
সংবাদচিত্র ডটকম/রাজধানী