সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি অনুমোদনের দাবিতে শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। তারা বলেছেন, সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন শেষে এই হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এর আগে গত ২৬ জুলাই থেকে শিক্ষার্থীরা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে লাগাতার কর্মসূচি পালন করছিলেন। এবার তারা মানববন্ধনে এসে তাদের দাবির বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
একই দাবিতে এদিন সকাল থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আধাবেলা প্রশাসনিক কর্মবিরতি পালন করে বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে শিক্ষার্থী মিজানুর রহমান মিলন বলেন, ‘স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদনের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি, কিন্তু সরকার বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়া যায়, তাহলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।’
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত শাহজাদপুরে প্রায় ২২৫ একর জমিতে ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পাঁচটি বিভাগে এক হাজার ২০০ শিক্ষার্থী, ৩৪ শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ কর্মচারী রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ভাড়া করা দুটি বাড়িতে পরিচালিত হচ্ছে।
উপযুক্ত স্থানে নিজস্ব ক্যাম্পাস নির্মাণের জন্য জমা দেওয়া প্রকল্প অনুমোদন পাচ্ছে না বিশ্ববিদ্যালয়। ২০২৫ সালে ১০০ একর জমিতে ৫১৯ কোটি টাকা ব্যয়ের নতুন প্রস্তাব একনেকে অনুমোদনের নীতিগত পর্যায়ে রয়েছে। ১৬ জুন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রকল্প এলাকা পরিদর্শন করে ক্যাম্পাস স্থাপনের বিরোধিতা করেছেন।
ডিপিপি অনুমোদন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
সংবাদচিত্র ডটকম/সারাদেশ