জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রংপুরের ৫০টি স্কুলে গ্রাফিক নভেল সিরিজ ‘মুজিব’ বিতরণ করা হয়েছে।
বিশ্বসাহিত্য কেন্দ্র ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের উদ্যোগে রোববার (২৮ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব নভেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন- রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইব্রাহীম খাঁন, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মনিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বঙ্গবন্ধুর ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক জীবনাদর্শ, শিক্ষাজীবন, দেশপ্রেম, সংগ্রাম ও লাল-সবুজের পতাকা ছিনিয়ে নিতে তার অনন্য ভূমিকার বিষয়ে আলোচনা করেন।
আয়োজকরা জানান, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন আট খণ্ডে গ্রাফিক নভেল ‘মুজিব’ প্রকাশ করেছে । যেখানে সংলাপ, গদ্য ও চিত্রের যুৎসই সমন্বয়ে শিশু-কিশোরদের উপযোগী ফরমেটে বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড চিত্রিত হয়েছে।
সংবাদচিত্র/সারাদেশ