উচ্চ মাধ্যমিকের ফলাফলে যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এ বছর যশোর বোর্ডে ৮৩ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৭০৩ জন পরীক্ষার্থী।
গত বছর এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে ২০ হাজার ৮৭৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।
৯৮ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। এ বছর যশোর বোর্ড থেকে ৯৮ হাজার ২৬৯ জন পরীক্ষার্থী অংশ নেন। গত ৬ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলে ২২ ডিসেম্বর পর্যন্ত।
বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক সমীর কুমার কুণ্ডু জানান, গত বছর পাসের হার ৯৮.১১ শতাংশ ছিল আর এই বছর পাসের হার ৮৩.৯৫ শতাংশ।
এটার কারণ হলো গতবার মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা হয়েছিল এবার আইসিটি বিষয়টি বাদে বাকি সব বিষয়ে পরীক্ষা গ্রহণ হয়েছে। করোনার মধ্যে যশোর বোর্ডে যে রেজাল্টটা হয়েছে সেটা সন্তোষজনক। তবে এ বছর এ শিক্ষা বোর্ডে ৬টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। আর শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৩০টি।
সংবাদচিত্র ডটকম/শিক্ষা ও শিক্ষাঙ্গন