২০১৫ সালে ময়মনসিংহের গাঙ্গিনারপাড় এলাকায় চাঞ্চল্যকর বিশ্বজিৎ কুন্ডু হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন ও ১০ হাজার টাকা অর্থ দণ্ড অনাদায়ে ৬ মাসের সাজা প্রদান করেছেন আদালত।
আজ সোমবার বিকালে জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন দুই আসামির উপস্থিতে এ রায় প্রদান করেন বলে জানিয়েছেন পিপি কবির উদ্দিন ভুঁইয়া।
মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন ওরফে পেটকাটা সুমন, কামরুল হাসান ও সারোয়ার হোসেন ওরফে শাওন। এদের মধ্যে সুমন ওরফে পেটকাটা সুমন পলাতক রয়েছে।
মামলার বরাত দিয়ে পিপি কবির উদ্দিন ভুঁইয়া জানান, ২০১৫ সালের ২ জুন নগরীর গাঙ্গীনারপাড় এলাকায় দুবৃত্তরা ছুরিকাঘাত করে হত্যাকরে বিশ্বজিৎ কুন্ডুকে। পরে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ৩ জনের নামে মামলার চূড়ান্ত চার্জশিট দেয়া হয়। পরে আদালত দীর্ঘ শুনানি শেষে এই রায় প্রদান করেন।
সংবাদচিত্র/আইন ও বিচার