‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছর আয়োজিত হয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। এরই ধারাবাহিকতায় এবারও এ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
১৬তম এই উৎসবে শিশুতোষ চলচ্চিত্র জমাদানের সময়সীমা ছিল গেল বছরের ৩১ ডিসেম্বর। তবে প্রতিযোগিতায় শতভাগ অংশগ্রহণের জন্য আয়োজক কমিটি বাংলাদেশিদের জমাদানের সময়সীমা ১৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে।
আয়োজক কমিটি থেকে জানানো হয়, ১৬তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে সবার অংশগ্রহণের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে। কেননা আমরা সবাইকে এ উৎসবে তাদের মেধাবিকশিত করার জন্যই সুযোগ দিয়ে থাকি। তাই শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করতে সবার সিদ্ধান্তে সময় বাড়িয়ে দেয়া হয়েছে।
এবারের আসরে অংশগ্রহণের জন্য https://festival.cfsbangladesh.org/ এ ঠিকানায় গিয়ে নিবন্ধন করতে হবে প্রতিযোগিকে। এছাড়াও অংশ নিতে হলে মানতে হবে বেশকিছু শর্ত।
প্রতিযোগিতার বিভাগগুলো:
শিশু চলচ্চিত্র নির্মাতা বিভাগ
– নির্মাতার বয়সসীমা: অনূর্ধ্ব ১৮ বছর
– সিনেমার সময়সীমা: সর্বোচ্চ ২০ মিনিট
– বিষয়: উন্মুক্ত
তরুণ বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা বিভাগ
– নির্মাতার বয়সসীমা: ১৯ থেকে ২৫ বছর
– সিনেমার সময়সীমা: সর্বোচ্চ ২৫ মিনিট
– বিষয়: উন্মুক্ত
বিশেষ চলচ্চিত্র বিভাগ
– নির্মাতার বয়সসীমা: নেই
– সিনেমার সময়সীমা: নেই
– বিষয়: সাইবার বুলিং
সংবাদচিত্র ডটকম/উৎসব