শুরু হচ্ছে স্বাধীনতার মাস মার্চ। পরিচালকরা এ মাসে মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত সিনেমা মুক্তি দিতে চান। এবারও তার ব্যতিক্রম হয়নি। এ মাসে মুক্তি পাচ্ছে তিনটি মুক্তিযুদ্ধের সিনেমা। এর মধ্যে দুটি সিনেমা মুক্তির মধ্য দিয়ে শুরু হবে এই মাসের প্রথম সপ্তাহ। অর্থাৎ ৩ মার্চ মুক্তির তালিকায় আছে ‘ওরা ৭ জন’ ও ‘জেকে ১৯৭১’ নামের দুটি ছবি। ‘ওরা ৭ জন’ সিনেমাটি পরিচালনা করেছেন খিজির হায়াত খান। সিনেমাটি নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের গল্পে। এই সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় ভিন্ন ভিন্ন পেশা থেকে আসা সাত বীর মুক্তিযোদ্ধার গল্প এই সিনেমায় তুলে ধরা হয়েছে। যোদ্ধারা কীভাবে যুদ্ধ করেছিল, যুদ্ধের ময়দানটা কেমন ছিল, তাদের চিন্তা, সংগ্রাম অর্থাৎ গেরিলা যুদ্ধের ঝলকটা সিনেমায় দেখানোর চেষ্টা করেছি আমরা।’
নানা জটিলতা পার করে সিনেমাটি প্রেক্ষগৃহে মুক্তি নিশ্চিত করে পরিচালক জানান, সিনেমাটি আগামী ৩ মার্চ দেশের প্রায় ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। সিনেপ্লেক্স ও সিনেমা হল মিলিয়েই এই সংখ্যাটা হতে পারে বলে জানান তিনি।
পরিচালক বলেন, ‘শুরুতে প্রেক্ষগৃহে মুক্তি নিয়ে কিছুটা জটিলতা ছিল। তা কাটিয়ে প্রেক্ষাগৃহের লিস্টটা আজকে (গতকাল) রাতে পেতে পারি। আমি আশা করি, সিনেমাটি দেশের মানুষ দেখবেন। এটি তরুণ প্রজন্মের সিনেমা। আমার কাছে বড় শক্তি দর্শক। সবাই হলে এসে মুক্তিযুদ্ধের সিনেমা দেখলে নতুন প্রজন্মের নির্মাতারা মুক্তিযুদ্ধের গল্পে আরও সিনেমা নির্মাণে উৎসাহ পাবেন। তাই দর্শকদের সিনেমাটি দেখা উচিত।’
‘ওরা ৭ জন’ সিনেমায় সাত মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, খিজির হায়াত খান, সাইফ খান, সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ ও তূর্য। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।
একই দিনে মুক্তি পাবে আরেকটি সিনেমা ‘জেকে ১৯৭১’। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষকে সহায়তার জন্য ফরাসি যুবক জ্যঁ কুয়ে ছিনতাই করেছিলেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান। তার দাবি ছিল, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ ও চিকিৎসাসামগ্রী ওই বিমানে তুলে দিতে হবে, তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী। এমন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি। সিনেমাটি নির্মাণ করেছেন ফাখরুল আরেফিন খান। তিনি বলেন, ‘এটি মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম আন্তর্জাতিক সিনেমা। ঘটনাটাও আমাদের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। একজন ভিন দেশি মানুষ আমাদের যুদ্ধের পেছনে এত বড় একটা অবদান রেখেছেন, এটাই পর্দায় তুলে এনেছি।’
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা সৌরভ শুভ্র দাশ। এ ছাড়া আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রুশ অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীল প্রমুখ।
এ ছাড়া এই মাসের দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ ১০ মার্চ মুক্তির তালিকায় আছে রিয়াজ আহমেদ ও জাকিয়া বারী মম অভিনীত সিনেমা ‘রেডিও’। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন অনন্য মামুন। সিনেমাটি ১০ মার্চ মুক্তির কথাটি নিশ্চিত করে অনন্য মামুন বলেন, “‘রেডিও’ সিনেমাটি আমরা ১০ মার্চ মুক্তি দিচ্ছি। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে আমরা কাল-পরশুর মধ্যে তারিখ জমা দিয়ে এটার মুক্তির প্রস্তুতি নেব।”
‘রেডিও’ সিনেমাটির চিত্রনাট্য করেছেন আনন জামান। এতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, নাদের চৌধুরী, প্রাণ রায়, এলিনা শাম্মী, তানজিলা হক মাইশা, ইলমা হাসিন, শফিউল আলম বাবু, রাশেদ আল মামুন প্রমুখ। সিনেমাটিতে ‘জয় বাংলা’ ও ‘মনের প্রদীপ’ নামে দুটি গান রয়েছে। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। গানের কথা লিখেছেন মোহাম্মদ আরিফ ইকবাল। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ ও হিমাদ্রিতা পর্ণা।
সংবাদচিত্র ডটকম/সিনেমা