মাদারীপুরে বাস দুর্ঘটনায় ইমাদ পরিবহনের মালিককে আসামি করে মামলা করেছে পুলিশ। আজ সোমবার (২০ মার্চ) সকালে হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট জয়ন্ত সরকার বাদি হয়ে শিবচর থানায় মামলাটি করেন।
রবিবার (১৯ মার্চ) শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে পড়ে অন্তত ১৯ জন নিহত হন। আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন।
এর আগে ভোর ৪টার দিকে খুলনার ফুলতলা থেকে ছাড়ে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসটি। সকাল ৮টার দিকে পদ্মাসেতুর এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় পৌঁছালে বাসটি সড়কের রেলিং ভেঙে খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে।
অতিরিক্ত গতি ও চালকের অদক্ষতায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের। ৪৪ আসনের ইমাদ পরিবহনের বাসটিতে যাত্রী ছিলেন ৪৩ জন।
সংবাদচিত্র ডটকম/সারা দেশ