ঢাকাই সিনেমার জনপ্রিয় আলোচিত তারকা দম্পতি পরীমনি ও শরীফুল রাজ। ১০ আগস্ট ছেলের প্রথম জন্মদিন উদযাপন করেছেন পরীমনি। দীর্ঘদিন দাম্পত্য টানাপোড়েনে আলাদা থাকার পর ফের এক হয়েছেন রাজ-পরী। খবরটি পেয়ে নেটিজেনরা ব্যাপক উচ্ছ্বসিত হলেও এবার দুঃসংবাদ পেলেন রাজ-পরীর ভক্তরা। অসুস্থ হয়ে দুজনেই ভর্তি হয়েছেন হাসপাতালে।
গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। সূত্রের বরাতে জানা যায়, তার মাথা ফেটে গেছে। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল- সেই তথ্য জানা যায়নি। শুক্রবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।
এর মাঝেই জানা যায়, প্রচণ্ড জ্বরে ভুগছেন পরীমনি। শুক্রবার (১৮ আগস্ট) থেকে জ্বরের মাত্রা আরও বেড়ে যাওয়ায় দ্রুত হাপাতালের শরণাপন্ন হন এই নায়িকা।
পরীমনি জানান, খুব ঠান্ডা ও জ্বরে ভুগছেন তিনি। এমনকি জ্বরে ঠিকমতো কথাও বলতে পারছেন না। সেই সঙ্গে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন এই চিত্রনায়িকা।
গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। সূত্রের বরাতে জানা যায়, তার মাথা ফেটে গেছে। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল- সেই তথ্য জানা যায়নি। শুক্রবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।
সংবাদচিত্র ডটকম/বিনোদন