আজ মডেল নীলা রহমানের জন্মদিন। সংবাদচিত্র পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
নীলা রহমান শোবিজ মিডিয়ায় খ্যাতি অর্জন করেছেন নিজের কর্ম প্রচেষ্টা ও আপন যোগ্যতায়। দেশের বিভিন্ন আলোচিত ইভেন্টে ফ্যাশন শোতে অংশ গ্রহন ও মিডিয়ার খ্যাতিসম্পন্ন পত্রিকার প্রচ্ছদে স্থান পেয়েছেন।
এরমধ্যে একাধিক বার ওকেশন ফ্যাশন ম্যাগাজিনের ব্রাইডেলের কভার মডেল হয়েছেন। ঈদ কালেকশনে লেহাঙ্গার মডেল ও উইন্টার ব্রাইডেল মডেল হয়েছেন। নীলা রহমান বাংলাদেশের ফ্যাশন বিষয়ক লাইফ স্টাইল ম্যাগাজিন ও মিরর ম্যাগাজিনে ব্যাক কভার মডেল হয়েছেন ঈদ ফ্যাশন লেহাঙ্গার মডেল। এছাড়াও বিভিন্ন সময়ে অনেক বড় বড় ফ্যাশন শোর মজেল হয়েছেন।
সংবাদচিত্র ডটকম/জন্মদিন