বন্ধুত্বের ভালোবাসা অভিরাম ও চিরকাল ধরে রাখার যে অভিপ্রায় এবং চেষ্টা থেকে গড়ে তোলা হয় মগবাজার চুরাশিয়ান গ্রুপ। সময় টা ২০১৯। প্রথম ২০১৯ সালের এক সময় ইস্কার্টন অর্কিড চাইনিজ রেস্টুরেন্টে প্রথম ৩০ বন্ধু মিলিত হয়েছিল।
মূলতঃ মগবাজারস্থ শাহনুরী মডেল হাইস্কুলের বন্ধুরাই উদ্যোক্তা। স্কুল জীবনের স্মৃতি ধরে রাখার যে আকুলতা, তার জন্যেই চুরাশিয়ান গ্রুপ। যাহারা ১৯৮৪ সালে এস এস সি পাশ করেছিলেন তাদের একটি বড় গ্রুপ রয়েছে ‘এস.এস.সি. চুরাশিয়ান, বাংলাদেশ’। স্কুল বন্ধুরা সবাই এই বাংলাদেশ গ্রুপের সদস্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খুবই সক্রিয় এই গ্রুপ। চুরাশিয়ান গ্রæপ, মগবাজার-এর একজন সক্রিয় উদ্যোক্তা মোঃ আলিমুল্লাহ খোকন (খোকন মামা)। এক নামে অনেক বন্ধু রয়েছে তার জন্য অনেকের আবার নাম করনও রয়েছে।
সম্প্রতি গুলশানস্থ এক বন্ধুর বাড়িতে ‘চুরাশিয়ান গ্রুপ-মগবাজার’ এর ঈদ পূনর্মিলনী অনুষ্টিত হয়। এই পূনর্মিলনী আড্ডা খোকনেরই উদ্যোগ। গল্প, গান, আড্ডা, খেলাধুলা, রান্না, খাওয়া দাওয়া, ছবি তোলা এর অন্তর্ভূক্ত ছিলো। প্রায় ১৫ জন বন্ধু পূনর্মিলনী আড্ডায় মিলিত হয়েছিলো। তপন (এলিট তপন), রফিক (বাশমতি রফিক), আলিমুল্লাহ খোকন (জাজ), শাহীন (বাঘা শাহী), স্বপন(দাদা স্বপন), আসলাম ইকবাল, আসলাম (মিরপুর), রাজু (গ্যাস রাজু), আসিফ ইকবাল (মাতাব্বর), রহিম (তামিল হিরো), রফিক (কালা রফিক), প্রিন্স, সোহেল ও মাসুদ। তাছাড়া একজন গ্রীস প্রবাসী বন্ধু রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সকল বন্ধুদের প্রতি ভালোবাসা অবিরাম রইল।
ফটোঃ মোস্তাফিজ মিন্টু।