ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি সীমান্ত চেকপোস্টে বিজিবি-বিএসএফ মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে।
সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার মোখলেছুর রহমানের হাতে মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ১৮০ বিএসএফের কমান্ডিং অফিসার বিজয় পাল সিং। এ সময় চেকপোস্ট শূন্যরেখায় কর্তব্যরত বিজিবি-বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোখলেছুর রহমান বলেন, সীমান্তে সৌহার্দ ও সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি-বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে।
তিনি আরও জানান, এতে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হয়।
সংবাদচিত্র/সারাদেশ