২০২১-২২ সেশনের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে রাবিতে তিনজনের কারাদণ্ড
মঙ্গলবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. এখলাসুর রহমান, বায়েজিদ খান ও জান্নাতুল মেহজাবিন। পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ তাদের এ কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এখলাছুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি জয়পুরহাটের পাঁচবিবি এলাকার আবুল কাশেমের ছেলে। বায়েজিদ টাঙ্গাইলের বাসিন্দা আব্দুস সালামের ছেলে। তিনি রাবির ফোকলোর বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। আর জান্নাতুল মেহজাবিন পঞ্চগড় জেলার মো. জয়নাল আবেদীনের মেয়ে। তিনি ঢাকার একটি কলেজের শিক্ষার্থী।
সংবাদচিত্র/শিক্ষা ও শিক্ষাঙ্গন