বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষক ছাড়া অন্যান্য কর্মচারী নিয়োগে আর কোনো কর্তৃত্ব থাকছে না পরিচালনা পর্ষদ বা গভর্নিং বডির হাতে। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় বলা হয়েছে, এসব নিয়োগ এখন থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটি সুপারিশ করবে।
রবিবার রাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পরিপত্রে বলা হয়, নিয়োগ সুপারিশ কমিটিতে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কোনো সদস্য অন্তর্ভুক্ত থাকবেন না। এর ফলে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকা দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির সুযোগ কমবে বলে আশা করা হচ্ছে।
নতুন কমিটি কাঠামো
সভাপতি: জেলা প্রশাসক
সদস্য: সংশ্লিষ্ট জেলার সবচেয়ে পুরোনো সরকারি কলেজের অধ্যক্ষ বা প্রতিনিধি, শিক্ষা বোর্ডের প্রতিনিধি (পরিদর্শকের নিচে নয়), এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক/সহকারী পরিচালক
সদস্যসচিব: জেলা শিক্ষা কর্মকর্তা
এই কমিটি পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রস্তুত এবং নিয়োগের সুপারিশ করবে। প্রয়োজনে মৌখিক পরীক্ষার জন্য একাধিক বোর্ডও গঠন করা যাবে।
কোন কোন পদে নিয়োগ
শিক্ষক ছাড়া এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতে ট্রেড অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, ল্যাব সহকারী, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, আয়া, অফিস সহায়কসহ অন্যান্য পদে নিয়োগের ক্ষেত্রে নতুন নির্দেশনা কার্যকর হবে।
নিয়োগপত্র ইস্যু
সুপারিশ পাওয়ার এক মাসের মধ্যে প্রার্থীকে রেজিস্টার্ড ডাকযোগে নিয়োগপত্র পাঠাতে হবে। তা না হলে অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শূন্যপদ নিরূপণ
প্রতি বছর ৩১ আগস্টের মধ্যে প্রতিষ্ঠান প্রধান শূন্য বা নবসৃষ্ট পদের বিবরণী জেলা শিক্ষা অফিসে পাঠাবেন। ৩০ সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর উপজেলাভিত্তিক শূন্যপদের তালিকা চূড়ান্ত করবে।
বিশেষ বিজ্ঞপ্তি
এদিকে ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হলেও আবেদন করতে না পারা প্রার্থীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি আনার প্রস্তাব করা হতে পারে বলে জানিয়েছে এনটিআরসিএ।
পরীক্ষা পদ্ধতি
নতুন নিয়মে প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০০ নম্বরের।
স্কুল-কলেজ/কারিগরিতে: ১০০ নম্বর বিষয়ভিত্তিক, ১০০ নম্বর বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান
মাদ্রাসায়: ১৪০ নম্বর বিষয়ভিত্তিক, ৬০ নম্বর বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত ও জবাবদিহিতা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সংবাদচিত্র ডটকম/শিক্ষা