ঢাকা বোট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের বিরুদ্ধে ৩২ কোটি টাকা আত্মসাৎসহ নানা আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছে ক্লাব কর্তৃপক্ষ। এসব অনিয়মের প্রেক্ষিতে তার সদস্যপদ বাতিল করা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট নাছির মাহমুদ।
গতকাল ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাছির মাহমুদ অভিযোগ করেন, বেনজীর আহমেদ তার প্রভাব খাটিয়ে জোরপূর্বক ক্লাবের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন এবং একটানা ১০ বছর অনৈতিকভাবে সেই পদে বহাল ছিলেন। তিনি আরও জানান, বেনজীরের বিরুদ্ধে কথা বলার জেরে তাকেও তিন বছর ক্লাবে প্রবেশ করতে দেওয়া হয়নি।
ঢাকা বোট ক্লাবের প্রথম নির্বাচিত কার্যনির্বাহী কমিটির ১৭তম সভায় এই অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। সেখানে সাবেক প্রেসিডেন্ট বেনজীর আহমেদ এবং সাবেক সেক্রেটারি লেফটেন্যান্ট কমান্ডার (অব.) তাহসিন আমিনের বিরুদ্ধে গুরুতর আর্থিক দুর্নীতির প্রমাণ উপস্থাপন করা হয়। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, গত পাঁচ মাসের তদন্তে বেনজীরের নেতৃত্বে অন্তত ৩২ কোটি টাকা লোপাটের তথ্য পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে ক্লাবের ১১ জন নির্বাহী সদস্য উপস্থিত ছিলেন। তারা জানান, প্রমাণিত দুর্নীতির ভিত্তিতে শুধু সদস্যপদ বাতিল নয়, যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
সংবাদচিত্র ডটকম/অপরাধ