২৪ ঘণ্টায় গত দিনের চেয়ে বিশ্বে করোনায় সংক্রমণ ও মৃত্যু দু’টোই কমেছে। একদিনে আক্রান্ত হয়েছে ২৪ লাখ ৮ হাজার ৬০৬ জন। আর প্রাণহানি হয়েছে ৫ হাজার ৭১০ জনের।
এ নিয়ে বিশ্বে মোট সংক্রমণ ৩২ কোটি ৬৮ লাখ ছাড়ালো। আর ৫৫ লাখ ৫৩ হাজার ছাড়িয়ে গেলো মোট প্রাণহানির সংখ্যা। একদিনে যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৪ হাজারের বেশি আক্রান্ত ও ৮৮৬ জনের মৃত্যু হয়েছে। ফ্রান্স ও ইতালিতে যথাক্রমে ৩ লাখ ২৪ হাজারের বেশি ও ১ লাখ ৮০ হাজারের অধিক করোনা রোগী শনাক্ত হয়েছে।
২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৭১৩ জন। একদিনে ভারতে সংক্রমণের ঘটনা ঘটেছে ২ লাখ ৭১ হাজারের বেশি। এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে ২৬ কোটি ৬৪ লাখেরও বেশি মানুষ।
সংবাদচিত্র/আন্তর্জাতিক